হামাস ইসরাইলকে দশটি শর্তের বিনিময়ে দশ বছরের যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছে ।
লিখেছেন লিখেছেন এমডাডুল হক পারভেজ ০৮ আগস্ট, ২০১৪, ১১:১২:১৩ রাত
হামাসের শর্ত দশটি হচ্ছে
১)গাজার সীমান্ত থেকে সকল ইসরাইলী ট্যাঙ্ক সরিয়ে নিতে হবে।
২) ইসরাইলের হাতে আটক সকল বন্ধীদের মুক্তি দিতে হবে।
৩) গাজার উপর থেকে অবরোধ তুলে নিতে হবে এবং ব্যবসা বাণিজ্যের জন্য বর্ডার খুলে দিতে হবে।
.
৪) গাজায় জাতি সংগের অধীনে আন্তর্জাতিক সমুদ্র বন্দর ও বিমান বন্দর স্থাপনের করতে দিতে হবে।
.
৫) সমুদ্রে মাছ ধরার জন্য ফিশিং জোন ১০ কিমি বারাতে হবে।
৬)রাফাহ ক্রসিং খুলে দিতে হবে
৭) সীম্নান্তে আন্তর্জাতিক বাহিনীর হাতে দিতে হবে
৮) আল আকসা মসজিদে গিয়ে ইবাদত করার শর্ত সহজতর করতে হবে।
৯) চুক্তিতে ইসরাইল হস্তক্ষেপের উপর নিষেদাজ্ঞা।
১০) গাজায় একটি ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপন করতে এবং গাজার অর্থনৈতিক উন্নয়ন করতে দিতে হবে।
বিষয়: আন্তর্জাতিক
১২৮৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন