একে একে ঝরে গেল ৩১টি মেধাবী প্রান।
লিখেছেন লিখেছেন এমডাডুল হক পারভেজ ১০ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:৪৫:৫৯ সন্ধ্যা
বন্ধুক যুদ্ধের নামে হাসিনার লেলিয়ে দেওয়া ,
হিংস বাহিনীর থাবায় ঝরে গেছে এমদাদুল্লাহ,সাহবুদ্দিন,জসিম সহ ৩১ জন ভাইয়ের প্রান।
হিংস বাহিনী প্রতিযোগিতা নেমেছে তাদের হিংসতার লড়াইয়ে,
তাদের মনিবের মসনদ রক্ষায় তারা হিংসতার এমন পর্যায়ে পোঁছে গেছে বনের সবছেয়ে হিংস পশুও তাদের দেখে ভয় করে।
দেশের শ্রেষ্ঠ মেধাবীদের হত্যা করে তারা ক্ষমতার মসনদে অমর হতে চায়,
তবে ইতিহাস বলে ক্ষমতার এই লড়াই কেউ অমর হয়নি,
সবাই কে পরাজিত হতে হয়েছে সময়ের ব্যবধানে।
তোমরা যদি চিন্তা কর ক্ষমতার লড়াইয়ে অমর হবে,
তবে আমরা ও বলে দিতে চাই,আমাদের প্রতিটি সন্তানকে আমরা এক এক জন ওমর,আর খালিদ বিন ওয়ালিদ করে গড়ে তুলবো,
আমাদের প্রতিটি সন্তান তিতুমীর হয়ে তোমাদের ক্ষমতার মসনদে আঘাত করবে, যার বিস্তৃতি এত বিশাল হবে সেখানে তোমাদের মসনদের প্রতিটি খুটি ভেঙ্গে চুরমার হয়ে যাবে,
আমাদের লড়াই সদা শাশ্বত, তোমাদের বড়াই ক্ষণিকের।
বিষয়: রাজনীতি
১২৪৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন