আওয়ামী সংবিধান থেকে জামাত নিষিদ্ধ হতে পারে, মানুষের অন্তর থেকে নয়।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আলী বিন সুলতান ১৩ জুন, ২০১৩, ০৩:১২:১১ দুপুর

জামাত-শিবির নিষিদ্ধ করা হবে?

হোক,আমার কোন অপত্তি নাই।

আল্লাহর জমিনে কে কাকে নিষিদ্ধ করার ক্ষমতা রাখে?

আল্লাহতো ওদেরকে( আওয়ামীলীগকে) অনেক আগেই জান্নাত থেকে নিষিদ্ধ করে দিয়েছেন।

এ কথা কেন বললাম?

জামাত নিষিদ্ধ করা মানে বাংলাদেশ থেকে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করা।

কোন আইনে জামাত নিষিদ্ধ করা হবে?

আওয়ামী আইনে?

তাহলে তো তারা কাফের।

আল্লাহ তা'আলা বলেছেন...'' যেসব লোক আল্লাহ যা অবর্তীর্ন করেছেন তদানুযায়ী ফায়সালা করেনা তারাই কাফের (সূরা মায়েদাঃ ৪৪)

কাফেরদের বিবেক বুদ্ধি নেই। তারা যে কোন রায় দিতে পারে।

'' যারা কফের,তারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। তাদের অধিকাংশেরই বিবেক বুদ্ধি নাই (আল-কুরআন, সূরা মায়েদাঃ ১০৩)

এখন জামাত নিষিদ্ধ করা মানে শুধু জামাতের নিবন্ধনটা বাতিল করা।

কিছু নমুনা.....

""১. কেন্দ্রীয়

কার্যালয়গুলিতে তালা ঝুলছে।

২. জেলা শাখার

কার্যালয়গুলিতে চলছে লুটপাট

আর অগ্নিসংযোগ।

৩. জামায়াত-শিবিরকে মিছিল মিটিং তো দূরের

কথা শান্তিপূর্ণ

মানববন্ধনও

করতে দিচ্ছেনা।মানববন

্ধনেও পুলিশ

হামলা করছে।

৪. আল্লামা সাইদীর

রায়ের পর মাত্র ৪৮

ঘণ্টার ব্যাবধানে দেড়

শতাধিক মানুষকে পাখির

মত

গুলী করে হত্যা করা হল।

৫. জামায়াত-শিবির

নেতাকর্মীদের গ্রেফতার

করার পর

হাতকড়া পরানো অবস্থায়

গুলি করা হচ্ছে।

৬. রিমান্ডে হাত- পা ভেঙ্গে ফেলা চোখ

উপড়ে ফেলা এগুলিত এখন

নিত্যদিনের ঘটনা।

৭. জামায়াত-শিবির

নেতাকর্মীদের ঘুম

থেকে ডেকে নিয়ে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হচ্ছে।

৮. শিবির সভাপতির

উপর অবর্ণনীয়

নির্যাতনের

ফলে তিনি আর

সোজা হয়ে দাড়াতে পারবেন নাকি আজীবন হুইল

চেয়ারেই

কাটাতে হবে তা নিয়ে সংশয়

দেখা দিয়েছে।

৯. পাঁচ মাসের

অন্তঃসত্ত্বা হাবিবা নাসরিক কান্তা এক বছরের দুধের

শিশুর মা ডা:

জাকিয়া ফারহানা কেওই

নির্যাতন থেকে রেহাই

পাচ্ছেনা।

১০. জামায়াত-শিবির দেখামাত্রই

গুলি করা হচ্ছে।

""এরকমটা হতে পারে শুধু মাত্র বিপরীত আদর্শের দুইটা দলের মধ্যে।

ওরা ক্ষনস্থায়ী ক্ষমতার বলে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে যাচ্ছে।

কিন্তু যিনি সকল ক্ষমতার উৎস, যিনি নির্ধারন করে দিয়েছেন ইসলামী জীবন ব্যাবস্থা, আমরাতো তারই পথে আছি। আল্লাহ ওদেরকে শাস্তি দেন বিভিন্ন দিক থেকে। দলে-দলে বিভক্ত করে। ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষ নতুন ঘটনা নয়।

আল্লাহ তা'আলা বলেন.... "তিনিই শক্তিমান যে, তোমাদের উপর শাস্তি উপরদিক থেকে আথবা পদতল থেকে প্রেরন করবেন অথবা তোমাদেরকে দলে-উপদলে বিভক্ত করে সবাইকে মুখোমুখী করে দিবেন এবং এককে অন্যের উপর আক্রমনের স্বাদ আস্বাদন করাবেন (সূরা আন'আমঃ ৬৫)।

আওয়ামী সংবিদান থেকে জামাতের নাম বাতিল হতে পারে, মানুষের অন্তর থেকে নয়।

জামায়াতে ইসলাম একটি পূর্নাঙ্গ ইসলাম ভিত্তিক রাজনৈতিক সংগঠন। এ সংগঠনের একজন কর্মীর এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এ সংগঠনটি থাকবে।

একটা উদাহরন দিই...

আপনি আগে একটেল সিম ব্যবহার করতেন, এখন ব্যবহার করছেন রবি। কিন্তু আপনার নাম্বারে কোন পরিবর্তন হয়নি!

জ্ঞানিদের জন্য অল্প কথায় যথেষ্ট।

বিষয়: রাজনীতি

১৬১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File