''বিশ্ব বাবা দিবস, বিশ্ব মা দিবস'' এ সকল দিবস গুলোকে ঘৃণা করি।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আলী বিন সুলতান ১৬ জুন, ২০১৩, ০৩:০৩:৫২ দুপুর
''বিশ্ব বাবা দিবস, বিশ্ব মা দিবস'' এ সকল দিবস গুলোকে ঘৃণা করি।
বাবা দিবস, মা দিবস হচ্ছে তাদের জন্য, যারা বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে।
যারা বছরে ৩৬৫ দিনের মধ্যে মাত্র ১ দিন বাবা-মা'র কথা স্বরন করে।
বাবা-মাকে ভালবাসার জন্য কোন দিবসের প্রয়োজন হয়না।
পৃথিবীতে এমন কোন মা-বাবা নেই, যারা দিনের ভিতরে সন্তানের কথা একবারও স্বরন করেন না।
জন্মের পর থেকে পূর্ণ বয়স্ক হওয়া পর্যন্ত কোন বাবা-মা তার সন্তাকে চোখের আড়াল হতে দিতে চান না।
আর সেই সন্তান বাবা-মায়ের জন্য একটি দিবস খোঁজে।
কই আমি তো কোন বাবা-মাকে বিশ্ব সন্তান দিবস পালন করতে দেখিনি।
যে সব সন্তান বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তারা বাবা দিবসের দিন বাবাকে দেখতে বৃদ্ধাশ্রমে যায়। আর পরবর্তী সাক্ষাতের জন্য আরেকটা বাবা দিবসের জন্য অপেক্ষা করে।
যে সন্তান বিদেশ গিয়ে বাবা-মাকে ভুলে যায় সে বাবা দিবসে বাবার সাথে যোগাযোগ করে এবং তারপর ৩৬৫ দিনের জন্য বাবাকে ভুলে যায়।
যারা প্রকৃত বাবা-মাকে ভালবাসে একদিনের জন্যও বাবা-মাকে ভুলে থাকতে পারে না।
আমি ১৮ বছর আগে আমার বাবাকে হারিয়েছি। তখন আমার বয়স ছিল এক বছর। এ জন্য বাবার ভালবাসা কি বুঝতে পারিনি।
কিন্তু পরিপার্শ্বের সাথে তো দীর্ঘ ১৯ বছরের সম্পর্ক।
আচ্ছা একবার চিন্তা করন তো, আজকে আপনি কতজনকে বাবা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন, আর কয়বার বাবা-মায়ের জন্য দোয়া করেছেন?
বাবা-মায়ের জন্য কিছু না করতে পারেন, অন্তত দোয়া তো করতে পারেন।
আল্লাহ তা'আলা মা- বাবার জন্য দোয়া করতে বলেছেন। দিবস পালন করতে বলেন নি।
রাব্বীর হামহুমা কামা
রাব্বাইয়ানী সাগীরা (
সুরা বনি ইসরাইল,
আয়াত-২৪) বাংলা অর্থ :
হে পালনকর্তা, তাদের
(মা-বাবা) উভয়ের
প্রতি রহম কর,
যেমনিভাবে তারা আমাকে
শৈশবকালে লালন-পালন করেছেন।
সুতরাং সচেতন হয়ে যান।
বাবা-মায়ের ভালবাসাকে একটি দিবসের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না।
বিষয়: বিবিধ
১৯৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন