হিপপোপোটিস ভাদা: ভারতীয় দালাল

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আলী বিন সুলতান ০২ জুন, ২০১৩, ০৭:৪২:৪৩ সকাল

ভাদাঃ ওস্তাদ,ছাত্রলীগ

খুব ভালো। ওরা হরতাল

করেনা, গাড়ি ভাঙ্গেনা।

শিবিরের পোলাপাইন খুব

খারাপ। শিবিরের

কর্মীরা গাড়ি ভাঙ্গে, গাড়িতে আগুন দেয়।

মানুষের ব্রেইন ওয়াশ

করে। এরা ভন্ড, এরা ছাগু,

এরা ধর্ম ব্যবসায়ী।

মোহাম্মদ আলীঃ হুম..

ভাদাঃ উস্তাদ,

আওয়ামিলীগ খুব ভালো ।

এরা দেশপ্রেমিক। জামাত

খুব খারাপ, রাজাকারের

দল। ওরা ভন্ড, ওরা ছাগু,

ওরা ধর্ম ব্যবসায়ী।

মোহাম্মদ আলীঃ হুম..

ভাদাঃ উস্তাদ,

শাহবাগীরা খুব ভালো।

ওদের মধ্যে মুক্তিযুদ্ধের

চেতনা আছে।

তারা রাজাকারের বিচার

চায়। হেফাজতিরা খুব খারাপ। এরা সাংবাদিক

পিটাই, কুরআন

শরীফে আগুন দেয়। ব্যাংক

লুট করে। এরা ভন্ড,

এরা ছাগু, এরা ধর্ম

ব্যবসায়ী।

মোহাম্মদ আলীঃ হুম..

দু-দিন পর.........

ভাদাঃ ওস্তাদ,

কি দেখছি এটা!

ছাত্রলীগ

কর্মীরা শিবিরের নাম

করে গাড়ি পোড়াচ্ছে,

শহীদ মিনার ভাঙ্গতেছে.....। আমার

মনে হয় ভুল দেখছি।

মোহাম্মদ আলীঃ হুম..

ভাদাঃ উস্তাদ,

কি শুনছি এসব!

মুক্তিযোদ্ধারা কয়

মখা নাকি রাজাকার,

সাজেদা নাকি রাজাকার।

সুরন্জিত নাকি টাকার বস্তা সহ ধরা খাইছে। ভুল

শুনতেছি নাতো.........

মোহাম্মদ আলীঃ হুম..

ভাদাঃ ওস্তাদ, ইমরান

তো রাজাকারের নাতি।

শাহবাগীরা নাকি বিরিয়ানী খাইতে যায়।

ছাত্রলীগ নাকি কুরআন

শরীফে আগুন

দিয়ে হেফাজতের নাম ফালাইছে। সত্য তো বাইর

হইয়া যাইতেছে.........

মোহাম্মদ আলীঃ তুই

ভন্ড, তুই ছাগু, তুই ধর্ম

ব্যবসায়ী......

বিষয়: বিবিধ

১১২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File