মেয়েটার বেতন এখন ৩৫ হাজার টাকা

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আলী বিন সুলতান ১২ জুন, ২০১৩, ১২:০৭:০৭ দুপুর

সেই মেয়েটার বেতন এখন

৩৫ হাজার টাকা।

ঐ যে, কিছুদিন

আগে হরতাল পালন

করতে গিয়ে জামাত-

শিবিরে পোলাপাইন ঠেলা দিয়া রানা প্লাজা নামের

একটা আট তলা ভবন

ফালাইয়া দিছিলো...

আমাদের এলাকার কিছু

আওয়ামী মুরগী(মুরুব্বী)

এখনো দুঃখে মাথার চুল ছিড়তেছেন আর জামাত

শিবিরকে অভিশাপ

দিচ্ছেন.. হরতাল

করবি কর, কিন্তু

ভবনটা নড়াছড়া করতে গেলি ক্যান?

ইত্যাদি ইত্যাদি। ঐ যে একটা মেয়ে, কি যেন

নাম?

হাঁ মনে পড়ছে.

রেহানা.......না থুক্কু

রেশমা। হাঁ আমি ঐ

রেশমা নামের মেয়েটার কথা বলছি। সেই মেয়েটার

বেতন এখন ৩৫ হাজার

টাকা। ও

হাঁ সাথে একটা গাড়িও

আছে

ঐ যে, হাসপাতালে হাত পা কাটা কতগুলো শ্রমিক

এখনও ব্যাথায় কাতরাচ্ছে।

হাঁ আমি ওদের কথায়

বলছি. যাদের কে হাত

পা কেটে রানা প্লাজার

ধ্বংশ স্থুপ থেকে বের করা হয়েছে...

অন্ধ মায়ের সেই

ছেলেটা পংগু

হয়ে শুয়ে আছে হাসপাতালের

বেড়ে। মা কান পেতে আছে,

কখন ছেলের পায়ের শব্দ শুনতে পাবে।

ঐ যে, এক বছরের

বাচ্চাকে বাসায়

রেখে কাজে গিয়েছিলো যে মহিলাটা,

সে আর ফিরে আসেনি।

বুকের পাঁজর ভেঙ্গে যাওয়া সেই

লোকটা কথা বলতে পারছেনা.

বোবা হয়ে গেছে।

নড়াছড়া করতে পারছেনা।

তার সদ্য বিবাহিত

বউটা এক মুঠো ভাতের জন্য

মহাশূন্যে তাকিয়ে থাকে।

ডান হাত কাটা এবং বাম

পা মুচড়ে যাওয়া লোকটাও

৩দিন রানা প্লাজার

নিচে আটকে ছিল। লোকটার বেতন কত?

-আরে ছাগু তই থামবি?

-ধমক দেয়ার কি আছে।

মিথ্যা তো বলিনি।

-

আরে রেশমা যা পেরেছে তাতে মাসে ৩৫ হাজার টাকাতো কিছুই

না।

এই রেশমাই

তো পেরেছে রানাকে ফাঁসির

দঁড়ি থেকে বাঁচাতে।

সারা দেশের মানুষ যখন রানার ফাঁসির

দাবিতে সোচ্ছার, ঠিক

তখনই আলাদিনের

আশ্চর্য প্রদীপের মত

হাজির হল রেশমা। সবাই

ভুলে গেল রানাকে। রেশমাই তো পেরেছে ৬

মে'র

গনহত্যাকে চাপা দিতে।

গনহত্যার খবর যখন

মিড়িয়াতে কম-

বেশি প্রচার হতে লাগলো তখনই

তো যাদুর

কাঠি নিয়ে রেশমা হজির

হয়েছিল আর

মিড়িয়া দখল

করে নিয়েছিলো। -তুই ঠিক

বলেছিসরে ছাগু। এত বড়

কাজে মাসে ৩৫ হাজার

টাকা অনেক কম

হয়ে গেছে।

হায় ওরা কত অভাগা দেখো...

ঐ যে, রানা প্লাজার

নিচে চাপা পড়ে যারা মারা গেছিলো।

তোমরা কেন চলে গেলে?

তোমরা মানুষের জন্য

পোশাক না তৈরি করে রেশমার মত

ভাল

অভিনেতা হলেনা কেন?

তোমাদের লাশের মূল্য ২০

হাজার টাকা। তোমাদের

অপরাধ, তোমরা জীবিত অক্ষত

হয়ে ফিরে আসতে পারোনি।

আর যারা পঙ্গু

হাসপাতালের

বেড়ে শুয়ে আছে?

কি করবে, সবাইতো আর অভিনয় করতে যানেনা।

বিষয়: বিবিধ

১৩৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File