সুরমা নদী আর নদী নাই

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৩ জুন, ২০১৩, ০৩:৩৫:২৮ দুপুর

অবশেষে মনের রোগটা সারল! ডাক্তার আমার তাবৎ টেষ্ট-রিপোর্ট দেখে বললেন, ভয়ের কিছু নেই! আপনার সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছে। (শুধু আর একটা রিপোর্ট, ওটা ঢাকায় গিয়ে করাতে হবে)

আপাতত দুমাসের ওষুধ চলবে। পাশাপাশি সাঁতার কাটতে হবে, প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট। আমিও খুশি খুশি ভাব নিয়ে প্রথম দিন শাবিপ্রবির ২য় ছাত্র হলের কাছে একটা পুকুর আছে, ওখানে গিয়ে ছেলেবেলার মত করে যেই জাম্পিং জাম্পিং ঝপাৎ পড়েছি, অমনি দেখি পায়ের নিচে আধলা ইটার উপস্থিতি- যদিও অল্পের জন্য পাটা রক্ষা পেয়েছে- এই সান্তনা নিয়ে বাসায় ফেরা। পরের দিন গেলাম সুরমার পাড়ে। এক চাচামিয়ার কাছ থেকে জেনে নিলাম, গোছলের জন্য একটা ভাল ঘাট কোথায় আছে? তিনি আমাকে চেয়ারম্যান বাড়ির ঘাট দেখিয়ে দিলেন। নদীর কাছে গিয়ে আর ভাল লাগল না, একটু কেমন কেমন যেন! শেষে আরেকজন গোছলার্থীকে দেখে একটু সাহস হল এবং এও ভাবলাম নদীর জল ঘোলাও ভাল! নামলাম, সাঁতরে গেলাম ২০-২৫ ফুট দূরে, ফেরার সময় স্রোত আমাকে শাসিয়ে নিল, ভাসিয়ে নিল! সংগ্রাম করতে করতে যখন ফিরছি কূলের কাছে দেখি বেশ কয়েকটি পলিথিন ভেসে আসছে, সাথে বিশ্রী গন্ধ! আমি খেয়াল করে দেখলাম, বাসাবাড়ির বর্জ্য পোটলা বেঁধে কেউ ছুঁড়ে ফেলেছে নদীতে। আমার তখন খুব খারাপ অবস্থা! ফিরতে ফিরতে মনে হল গা চুলকোতে শুরু করেছে। যে চাচামিয়া আমাকে পথ দেখিয়ে ছিলেন, তিনি আবারও পথে পড়লেন। আমাকে জিজ্ঞেস করলেন, কি গোছল শেষ? আমি বললাম, চাচা আপনাদের সুরমা নদী আর নদী নাই, একটা বড় ড্রেন হয়ে গেছে।null

বিষয়: বিবিধ

১০৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File