ছাত্রলীগের কবলে একদিন...
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আলী বিন সুলতান ২৩ মে, ২০১৩, ০৭:০৬:৫৬ সকাল
এক প্যাকেট
রুটি নিয়ে দোকান থেকে বের হতেই দেখি এক ছাত্রলীগ
কর্মী দাঁড়িয়ে আছে। ভ্রু
কুঁচকে আমার
দিকে তাকাচ্ছে।
পাত্তা না দিয়ে রাস্তায়
উঠে এলাম। বাজার ছড়িয়ে বড় রাস্তায়
উঠে পিছনের
দিকে তাকালাম।
রাস্তা ফাঁকা, কেউ নেই।
হাটতে হাটতে প্রায়
মাঝপথে চলে এলাম, এমন সময় কিছু এটার শব্দ হলো।
ঝট করে পিছনে তাকালাম।
সমস্ত রক্ত হিম
হয়ে গেলো.... ছাত্রলীগ
কর্মীটা দাঁড়িয়ে আছে।
এই মুহুর্তে কোন
ফাইটিংয়ে জড়াতে চাইলাম
না। পুরো রাস্তা ফাঁকা,
হাতের কাছে একটা লাঠিও
নেই।
ধীরে ধীরে হাটতে লাগলাম। ছাত্রলীগ কর্মীটাও পিছু
পিছু আসতে লাগলো।
হঠাৎ আমার ডান
হাতে রাখা রুটির প্যাকেটের
উপর ঝাঁপিয়ে পড়লো। এক
ঝটকায় হাত ছড়িয়ে নিলাম, ফলে সে সামনের
দিকে হুমড়ি খেয়ে পড়ে গেলো।
তার পর
রাগে গজরাতে লাগলো।
আরেকবার ঝাপিয়ে পড়ার
আগেই রুটির প্যাকেট টা খুলে রুটি গুলো রাস্তার
উপর ছড়িয়ে দিলাম। এবার
রুটি গুলোর উপর
হুমড়ি খেয়ে পড়লো ছাত্রলীগ
কর্মীটা।
আর এই সুযোগে আমি পগারপার....
খুব ভয় পেয়ছিলুম। কারন এই
ছাত্রলীগ কর্মীটার লেজ
ছিলো সোজা। ছাত্রলীগের
লেজ নাকি ১২ বছর চুঙ্গার
মধ্যে রাখলেও
সোজা হয়না। কিন্তু যেসব ছাত্রলীগ কর্মী পাগল
হয়ে যায় তাদের লেজ
সোজা থাকে।
বিষয়: বিবিধ
৯৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন