বাবার নাম কি?- মটর আলী
লিখেছেন লিখেছেন আবাবিল পাখি ০৪ জুন, ২০১৩, ০৫:৩৩:৫১ বিকাল
এই লেখাটি পড়ে অনেকের পেটে খিল লেগে যেতে পারে। আমারও একি অবস্থা হয়েছিলো। আপাত দৃষ্টিতে চরম হাস্য-রসাত্নক হলেও এর একটি দীর্ঘমেয়াদি প্রভাব রয়েছে। গত মাসের ঘটনা। একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষার চতুর্থ শ্রেণীর দুই ছাত্রের ইংরেজী খাতা দেখলাম।
একজনের প্রশ্ন ছিলো এই রকম-
What is your father`s name?
সে উত্তর লিখেছে-motor ali !!!(বাপের আসল নাম-মুসতাব আলী)
আরেকটা ছেলে তার পাশের মেয়ের খাতা দেখে উত্তর লিখেছে, খাতা দেখেই বুঝা গেল।
প্রশ্ন ছিলো-What is your name?
মেয়েটা ঠিকই উত্তর লিখেছে-halima begom
ছেলেটারও জঠিল উত্তর-halima begom...!!!
এই হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এগিয়ে যাওয়া। চতুর্থ শ্রেণীর ছাত্ররা নিজের নাম-দাম লিখতে পারেনা। এটা এই ছাত্রদের দোষ না। মাসে লক্ষ টাকা খরচ করে পড়ানোর মত অভিজাত স্কুল ব্যঙের ছাতার মত গজিয়ে উঠায় কেউ আর এই স্কুল গুলার দিকে সুনজর দিতে চায়না। তাই এই সরকারী স্কুলগুলোও অঘোষিতভাবে গরিবের স্কুল হিসেবে খ্যাতি পেয়েছে। লেখাপড়ার মানেও তাই খুবসুরত চলতেছে। এক সময় বিখ্যাতসব ব্যক্তিরা এসব স্কুলে পড়েছেন। কিন্তু সেই সুদিন আর নেই।
বিষয়: বিবিধ
১৪০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন