মা বলে এটা মেয়ে বলে ওটা
লিখেছেন লিখেছেন আবাবিল পাখি ২৩ জুলাই, ২০১৩, ০১:০২:৩৭ দুপুর
হূদিতার সঙ্গে তার মায়ের পছন্দ কখনোই মেলে না। সে পছন্দ করে পাশ্চাত্য ঢঙের পোশাক। মা চান সালোয়ার-কামিজই পরুক মেয়ে। এই নিয়ে দুজনের শুরু হয় বাগিবতণ্ডা। এবারের রোজার শুরুতেই কেনাকাটা করতে গিয়ে এমনটা হয়েছে। মা-মেয়ে এরই মধ্যে বেশ কয়েকবার দোকানে গিয়েছেন। কিন্তু দুজনের পছন্দ না মেলায় খালি হাতেই ফিরতে হয়েছে। হূদিতার মায়ের অভিযোগ, মেয়ে কী সব পোশাক পছন্দ করে। ১৫-১৬ বছরের মেয়ে তো মায়ের কথামতোই পোশাক কিনবে। তা না, নিজেই সব বোঝে এমন ভাব। আর হূদিতার কথা, ‘আমি একটু ফ্রক, লেগিংস, জিনস ও টপস পরতে পছন্দ করি। মায়ের এসব পছন্দ নয়। শুধু সালোয়ার-কামিজ, লম্বা স্কার্ট ও টপস পরলে তার সঙ্গে ওড়না পরতে বলেন। তখন খুব বিরক্ত লাগে। তাই ঝগড়া করেই নিজের পছন্দমতো পোশাক কিনি।’(প্রথম আলু)
বাস্তব অবস্থাতো আরো ভয়াবহ। প্রতিবছর ঈদ বা বিভিন্ন উৎসব আসলে বাংলাদেশে হলিউড-বলিউডী বিশেষ করে ভারতীয় খোলা-খুল্লাম তারকাদের পোষাকের কদর ভয়াবহ ভাবে বেড়ে যায়। পোষাকগুলোর থাকে বাহারি নাম-মাজাককালী, ঘষাককালী, রংবালী, ঢংখালী, তেরেনাম, ছিড়ানাম। এবার শুনা গেছে ঢাকায় কুখ্যাত পর্ণষ্টার সানী লিয়নের নামে পোষাকের ব্যাপক কদর। মুসলমানরা আরো কত অধঃপতিত হলে এরকম চরম রুচিহীনতার মহড়া দেখাতে পারে। এই সেই কুখ্যাত সানী লিয়ন, যে চরম নির্লজ্জ্বের মত বলেছিলো- "Rape is not a crime, it`s a surprise sex". তো জেনেশুনে এখন যারা সানী লিয়নের পোষাক কিনতে এক পায়ে খাড়া তাদের ভাবা উচিত তাদের সাথে সানীর কোনো পার্থক্য আছে কিনা। হিন্দি সিরিয়াল আর চলচ্চিত্র আজ আমাদের প্রজন্মকে ধংসের ধার প্রান্তে নিয়ে আসছে, তা না হলে ১৪-১৫ বছরের ছেলেমেয়েরা উজবুক টাইপের জিনিসের প্রতি এতো আকৃষ্ট হবে কেন। উপরে বর্ণনাকৃত মেয়েটিকে আমি কোনো দোষ দেবনা, সম্পূর্ণ দোষ ওর মা-বাপের। আমি নিশ্চিত, ওদের বাসায় হিন্দি সিরিয়ালের বাজার সবচেয়ে দামী যার প্রভাব ওর লাইফ-ষ্টাইলে পড়তেছে। এখনো সময় আছে আমাদেরকে এনিয়ে ভাবতে হবে, অন্যথায় ছারপোকায় খাওয়া একটি নষ্ট প্রজন্ম ছাড়া কিছু পাওয়া যাবেনা।
বিষয়: বিবিধ
১৭৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন