সহী বুবুনামা, স্মরণ করে নিন আরেকবার
লিখেছেন লিখেছেন আবাবিল পাখি ২১ জুলাই, ২০১৩, ১২:৪৮:২৭ দুপুর
১। আমি হয়তো আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে। আমার চোখ বন্ধ হলে কী হবে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন।
২। আমার বেয়াই রাজাকার হলেও যুদ্ধাপরাধী নয়।
৩। কারো বেড রুম পাহারা দেয়া সরকারের দায়িত্ব নয়।
৪। মা দূর্গা গজে চড়ে আসায় এবার ফসল ভালো হয়েছে।
৫। আমার মন শাহবাগে পড়ে আছে।
৬। আওয়ামীলীগে দাঁড়ী টুপি ওয়ালা সবচাইতে বেশী( হবে গোঁফওয়ালা সবচাইতে বেশী)।
৭। আমার চেয়ে বড় দেশ প্রেমিক দেশে আর নেই।
৮। টাকা থাকলে ঢাকাকে চার ভাগ করতাম।
৯। আবুল হুসেনের দেশ প্রেম আছে বলেই মন্ত্রীত্ত্ব ছেড়ে দিয়েছে!
১০। হেফাজত রং মেখে মৃতের ভাণ করে রাস্তায় শুয়ে ছিলো।
১১। রমযান পরে ঘোষণা দিয়ে লোডশেডিং করা হবে।
১২। খালেদা জিয়া আল্লামা শফীর তেতুল(নাউজুবিল্লাহ)।
১৩। আমার ছেলে খ্রীস্টান ওরফে আহলে কিতাবের অনুসারী বিয়ে করেছে!
১৪। কোটা বিরোধী আন্দোলনকারীদের পিএসসির অধীনে কোনো চাকরি হবেনা
.............................................................................................................................
.............................................................................................................................. সামনে আরো পয়দা হবে আশা করা যায়।
সামনে আসছে শুভ দিন
নৌকাটিকে মাঝিসহ ডুবতে দিন।
বিষয়: বিবিধ
১৪১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন