দুটি কমেডি সেনাবাহিনী!!

লিখেছেন লিখেছেন আবাবিল পাখি ০৭ আগস্ট, ২০১৩, ০৩:৩৬:৫১ দুপুর



আমার কাছে দুটি দেশের সেনাবাহিনীকে কমেডি বাহিনী মনে হয়। একটা সৌদি সেনাবাহিনী আরেকটা ভারতীয় সেনাবাহিনী।

সৌদি সেনাবাহিনী প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কেনে। কিন্তু তাদের এত অস্ত্র কেনার টার্গেট কে তা তারা নিজেরাই বোধ হয় বলতে পারবেনা! তবে অনেকে বলেন ইরান হচ্ছে তাদের প্রতিরক্ষার টার্গেট কারণ আমেরিকানরা তাদের কে বুঝিয়েছে ইরান যে কোনো সময় সৌদি আরব তথা মক্কা-মদীনায় আক্রমণ করতে পারে!! তাই তোমরা বেশী বেশী অস্ত্র কিনে রাখো।

তবে ভারতীয় সেনাবাহিনী বোধ হয় নাম্বার ওয়ান কমেডি। তারাও দেশের কোটি কোটি মানুষকে অভুক্ত রেখে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের সমরাস্ত্র কেনে এবং সমরাস্ত্র গবেষণায় কোটি কোটি ডলার ব্যয় করে। তাদের টার্গেট প্রধান দুই শত্রু পাকিস্থান আর চীন। কোনো ভালো কলাকৌশল নেই, সাহস নেই, অস্ত্রই তাদের মূল ভরসা। তাই পাকিস্থান, চায়নার সাথে সম্মুখ সমরে কোনোকালেই পেরে উঠতে পারেনি। এইতো দুই দিন আগে পাকিস্থানিদের গুলিতে টুস-টাস পাঁচটা খতম, ঠাহরই করতে পারেনি!! গ্রহকে তারা গোয়েন্দা স্যাটেলাইট মনে করে!!!

নেপাল সেনাবাহিনীর সাথে মাওবাদীদের যুদ্বের সময় নাক গলাতে প্রায় চার হাজার সেনা পাঠিয়েছিলো। কিছু বুঝে উঠার আগেই এক সপ্তাহে ৩০০-৪০০ খতম। পরের সপ্তাহে ঘরের ছেলেরা ঘরে ফিরে যায়!!

১৯৭১ সালে মুক্তি বাহিনীর হাতে নভেম্বরের দিকে পাকিস্থানি বাহিনী প্রায় সম্পূর্ণ বিপর্যস্ত। তখনই আসে ভারতীয় কমেডি বাহিনী মুক্তিবাহিনীকে সাহায্য করতে, উদ্দেশ্য সাফল্যে ভাগ বসানো। কয়েকদিনের যুদ্বে কয়েক হাজার মারা যায়(অনেকে বলেন প্রায় সতের হাজার!)। অথচ দুর্বল অস্ত্র-শস্ত্র নিয়ে কয়েকদিন যুদ্ব করে মুক্তিবাহিনীর এতো সদস্য মারা যাওয়ার রেকর্ড নেই। তবে তারা একটা জিনিস পেরেছে, গণীমতের হাজার হাজার কোটি টাকার অস্ত্র জোর পূর্বক নিয়ে নেয় অথচ এই উন্নত অস্ত্রগুলো বাংলাদেশ সেনাবাহিনী পেলে অনেক শক্তিশালী হত। যাবার সময় তারা পরিত্যক্ত কল-কারখানার নাট-বল্টু পর্যন্ত খুলে নিয়ে যায়! বাংলাদেশের স্কুলগুলার বেঞ্চ, চেয়ার, টেবিল দিয়ে আসাম, মেঘালয়ের স্কুলগুলো ভরে ফেলা হয়!! যুদ্বে অথর্ব হলেও চুরিতে স্টার মার্কস!!!

বিষয়: বিবিধ

২২২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File