জীবন মানে...

লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ০৭ আগস্ট, ২০১৩, ০৩:২৭:০৮ দুপুর



জীবন হলো-

একটি গুপ্ত ধন,

একটি অমূল্য সম্পদ!

পৃথিবীর শ্রেষ্ঠ আমানত।

জীবন মানে-বিশ্বাস!

জীবন মানে-স্বপ্ন!

জীবন মানে-

লক্ষ্যে অটুট থেকে

অবিরাম চলন্ত পথ...

জীবন মানে-ধৈর্য!

জীবন মানে-ত্যাগ!

জীবন মানে- কিছু প্রাপ্তি আর

কিছু তৃপ্তি-অতৃপ্তির স্বাদ।

জীবন তখনই বড় হয়ে ওঠে,

যখন আমার আমি

হারিয়ে যাই সবার মাঝে।

জীবন মানে-

নিজের দুঃখটাকে লুকিয়ে রেখে

সুখটাকে সবার সাথে

ভাগ করে নেয়া।

জীবন মানে-

সমস্যার বুকে

অটল ও অবিচল থেকে

অবিরত চেষ্টায়,

সফলতাকে জন্ম দেয়া।

বিষয়: বিবিধ

১২০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File