এক মা ছেলের জন্মদিনে পোলাও রান্না করেন, আরেক মা টেবিলে পোলাও নিয়ে ছেলের মুক্তির প্রতীক্ষায় থাকেন

লিখেছেন লিখেছেন আবাবিল পাখি ২৮ জুলাই, ২০১৩, ১২:০৪:৫৬ দুপুর



প্রধানমন্ত্রীর ছেলের জন্মদিন। তাই মা হিসেবে তিনি ছেলের জন্মদিনে মোরগ-পোলাও রান্না করতেই পারেন। কিন্তু এটা নিয়ে সোশ্যাল মিডিয়া, ব্লগ, লাল-হলুদ মিডিয়া সব জায়গায় মাতম চলতেছে। কেউ আপ্লুত হয়ে বলছেন- আহ্ ছেলের প্রতি মায়ের কি মমতা! কেউ বলছেন- প্রধানমন্ত্রী প্রায় সময়ই এরকম অনুপ্রেরণা মূলক কাজ করেন!(লুলরে লুল) কেউ আবালের মত বলছেন প্রধানমন্ত্রী হয়ে তিনি নিজ হাতে ছেলের পোলাও রান্না করেছেন, এটা অবশ্যই আমাদের জন্য শিক্ষণীয় ঘটনা!! কেউ একবার মনে করেনা যে, বিশ্ব বিখ্যাত শাসক হযরত উমর (রাঃ) নিজ কাঁধে কত আটার বস্তা অন্নহীনের বাসায় পৌছে দিয়েছেন। বুঝাই যাচ্ছে দেশে আবাল মুরিদানের সংখ্যা এখনো নেহায়েৎ কম নয় বলেই গাজীপুরে আজমতরা কেন এই দূরবস্থায়ও তিন লাখ ভোট পেয়ে যায়। যাইহোক, তিনি এমনই একজন মা যে, তার পেটোয়া বাহিনী রাতের অন্ধকারে শত শত মায়ের বুক খালি করলে তার মন কাঁদেনা, রানায় প্লাজায় ১২০০ মানুষ মরলে তার মনে মমত্ববোধ জাগেনা। তারও আগে বগুড়া, সাতক্ষীরায় দিন-দুপুরে শত শত মানুষের প্রতি নির্মম গণহত্যার লাইসেন্স দেয়া কিন্তু তার মাতৃমন কাঁদেনা।

আজ প্রায় দুই মাস হয়ে গেছে আমার চাচাতো ভাই হরতালে পিকেটিংয়ের ঠুনকো অভিযোগে জেলে আছেন। উনার মা প্রতীক্ষায় আছেন একটা দিনের জন্য হলেও এই রমযানে ছেলের সাথে মোরগ-পোলাও দিয়ে ইফতার সারবেন। আওয়ামী মান্যবর আদালতের বদৌলতে সেই সম্ভাবনায় বারবার গুড়ে বালি। চাচাতো ভাইয়ের মত এই রমযানে আরো শত শত মায়ের সন্তান জেলে দিনাতিপাত করছেন আর মায়েরা পোলাও পাতে নিয়ে এই রহমত, বরকতের শ্রেষ্ট মাসে প্রতিক্ষায় দিন গুজরান করছেন। অনেকে বোধহয় এই সরকারের মেয়াদে ছাড়া পাবেননা যদিও তাদের বিরোদ্বে আনিত অভিযোগ দিয়ে শত শত কৌতুক-ছোট গল্প বানানো যাবে। যাইহোক, বিচারের ভার সর্বশ্রেষ্ট বিচারক আল্লাহর কাছেই রইলো, তিনি সব কিছু দেখতেছেন, শুনতেছেন।

বিঃদ্রঃ হয়তো কম বয়স বিবেচনায় প্রথম রমযানে প্রায় চার মাস জেল খেটে আরেক চাচাত ভাইয়ের জামিন হয়েছে।

বিষয়: বিবিধ

২৩৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File