বিপিএল কেলেংকারী ! একে অন্যের ওপর দোষ চাপানোর চেষ্টা !
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ০৪ জুন, ২০১৩, ০৫:০৩:৪৭ বিকাল
কেচো খুড়তে সাপ বের হয়ে আসার মতো অবস্থা হচ্ছে বর্তমানে বাংলাদেশের ক্রিকেটে ! বিপিএল ম্যাচ ফিক্সিং এর জন্য দায়ী মূলত ফ্র্যান্জাইজি দলের মালিকরা । এখন বলির পাঠা হচ্ছেন ক্রিকেটাররা ! ম্যাচ গড়াপেটার জন্য দায়ী কিন্তু দলের যারা পৃষ্ঠপোষকতা করেছেন তারাই । হয়তো আইনের ফাকে বা বিসিবির সহায়তায় তারা পার পেতে পারেন ;কিন্তু কিছু নামীদামি এক সময়ের তারকা ক্রিকেটাররা হয়তো ফেসে যাবেন ! যারা এখনও বিসিবির সাথে জড়িত । তাই বিসিবির উচিত ক্রিকেটের স্বার্থে যারা দলগুলোর মালিক ও পৃষ্ঠওপাষকতা করেছেন তাদের শাস্তির আওয়ায় এনে তাদেরকে ব্যবস্থা নেয়া । না দেশের ক্রিকেটের জন্য অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে ! দেশের ক্রিকেট পাগল দর্শকরা তা কখনই আশা করে না । আমাদের আশা ও বিশ্বাস বিসিবি সেই পথেই হাটবে ।
বিষয়: বিবিধ
১২০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন