আইএস!

লিখেছেন লিখেছেন শোয়াইব জিয়া ১৫ নভেম্বর, ২০১৫, ১২:৩১:১২ দুপুর

আইএস এখন সারা বিশ্বের কাছে একটি ইসলামী জঙ্গি সংগঠন। আল্লাহই ভালো জানেন তাদের বাস্তবতা। তবুও যেহেতু ইসলামী খিলাফাত ব্যবস্থার সাথে এ নাম জড়িয়ে গেছে তাই বিষয়টি নিয়ে লিখতে হচ্ছে। আইএস এখনো প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র ব্যবস্থার পর্যায়ে পৌঁছেনি। তাই বিশ্বস্ত সুত্রে তাদের বক্তব্য পাওয়ার কোন মাধ্যম নেই। তাদের ব্যাপারে যত কিছুই জানি অধিকাংশ পশ্চিমা মিডিয়ার মাধ্যমে। তাই আমি আইএস বিষয়ে নিরবতা অবলম্বনকেই ভালো মনে করি।

আইএসের আগে আফগানিস্তানে তালেবানদের নেতৃত্বে বিশ্ববাসী একবার ইসলামী রাষ্ট্র দেখেছিলো। তালেবানদের কার্যক্রম গোটাই আফগান কেন্দ্রিক ছিলো। এর বাইরে তারা কোন কার্যক্রম পরিচালনা করতনা। এখন যে বিষয়টি সবচেয়ে ভাববার তা হলো, যে আইএস নিজেদের স্থায়িত্ব নিশ্চিত করতে পারেনি.... তরা কেনো কিছুক্ষণ বাংলাদেশ আবার কিছুক্ষণ প্যারিস অভিযানে যায়।

পশ্চিমারা একটি গুলি দিয়ে কয়টি পাখি শিকার করতে চায়?

আইএস পশ্চিমাদের সৃষ্টি: এমন দাবির খোলাসার অপেক্ষায়!

বিষয়: বিবিধ

১৩৯২ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349786
১৫ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৫০
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : ফ্রান্সের রাজধানী প্যারিসে একাধিক সন্ত্রাসী হামলায় 129জনের মত নিহত হওয়ার যে ঘটনা ঘটেছে আমরা এর নিন্দা জানাই ===
বিচার বহির্ভুত যে কোন হত্যা কান্ড নিন্দনীয়
প্যারিসে মুসলিমদের ক্রমবর্ধমান অগ্রগতি রুখতে এবং প্যারিস থেকে মুসলিমদের উৎখাত করতে ঠিক টুইন টাওয়ারে হামলার মত আর একটা বোমা নাটক সাজানো হয়েছে....
ইসলাম জঙ্গীবাদরে ধর্ম নয় এবং জঙ্গীবাদকে সমর্থনও করে না,বর্তমানে জঙ্গিবাদ এটা একটা আলাদা একটি ধর্ম-বা কালসার,যেমন বর্তমানে নাস্তিক্যবাদ একটি কালসার্ আজকে আমরা বিভিন্ন গবেষনায় জানতে পারি বিশ্বে যত গুলো সন্ত্রাসী হামলা হয়েছে তন্মধ্যে ৯৪% ই অমুসলিমরাই ঘটিয়েছে।বর্তমানে
ইহুদি চক্র আবার মুসলমানদেরকে কোন ঠাসা করতে দেশে দেশে আইএসের মত উগ্র পন্থীর আবির্ভাব ঘটিয়ে নামে বে -নামে শাখা খুলে দেশে দেশে হামলা চালাচ্ছে,এর সকল অপকর্মের হোতা হল সেই ইহুদী । কোন মূল ধারার কোন মুসলিম এমন কাজ করতে পারেনা ।ইসলাম কখনোই এমন হত্যাকান্ড সমর্থন করেনা । জঙ্গি বা সন্ত্রাসীদের কোন দেশ জাতি এমন কি ধর্ম ও নেই ।এ গুলো ধর্মের নামে কলংক।
১৫ নভেম্বর ২০১৫ দুপুর ০১:১৩
290295
শোয়াইব জিয়া লিখেছেন : পরিকল্পিত ষড়যন্ত্র¡
349790
১৫ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৫৯
২৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:০১
291795
শোয়াইব জিয়া লিখেছেন : একম
২৭ নভেম্বর ২০১৫ সকাল ০৯:১৭
291959
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ছবিই যেন কথা বলে। ধন্যবাদ মাছুম ভাই। ছবিটি সংগ্রহে রাখলাম।
349795
১৫ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৪০
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:০১
291796
শোয়াইব জিয়া লিখেছেন : আপনাকেও ধন্যবাদ!
349825
১৫ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:২১
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : মিডিয়া রাতকে দিন আর দিনকে রাত বানায়। সঠিক কোনটা আর বেঠিক কোনটা তাও বুঝার উপায় না
ইসলামপন্থী মিডিয়া দরকার। আরবের ধনীরা যদি এগিয়ে আসে তাহলে বিভিন্ন দেশে ইসলামপন্থী মিডিয়া সৃষ্টি হতে পারে।
ধন্যবাদ।
২৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:০২
291797
শোয়াইব জিয়া লিখেছেন : আরবের ধনীরাই আল-জাজিরা করেছেন! তবে আরো কিছু প্রয়োজন!
০৪ ডিসেম্বর ২০১৫ রাত ১১:১৭
292811
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : সত্যিই কথা বলছেন হাবীব ভাই , তবে তাদের মিডিয়ার দরকার আছে বলে মনে হয়না ,তারাতো আইয়্যাসীর মধ্যে ডুবে আছে,
349841
১৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:১৬
শেখের পোলা লিখেছেন : আমার ধারণাও এ সমস্ত ইহুদী চক্রান্ত৷ আল্লাহই ভাল জানেন৷ধন্যবাদ৷
২৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:০৩
291798
শোয়াইব জিয়া লিখেছেন : আল্লাহ সর্বাধিক জ্ঞাত!
349859
১৫ নভেম্বর ২০১৫ রাত ০৯:৪৯
হতভাগা লিখেছেন : আগে আমরিকা ও তার মিত্ররা মধ্যপ্রাচ্যে তাদের কাঙ্খিত দেশে হামলা চালাত তালেবান , আল-কায়েদার জুজু দিয়ে । এরা এখন নেই । এখন তারা আইএস নামে অনুরূপ আরেকটাকে বানিয়েছে , তারাও পূর্বসূরীর মত আমেরিকানদের জন্য ফায়দা এনে দেবে ।
২৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:০৫
291799
শোয়াইব জিয়া লিখেছেন : হতে পারে.....তবে তালেবান জুজুর ভয় দেখিয়ে আরবে কোন হামলা হয়নি।
349875
১৫ নভেম্বর ২০১৫ রাত ১১:৩৩
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আমরিকা এবং ইজরাইলের নতুন রাজনৈতিক জুজু হল আইএস। সাপও মরবে লাঠিও ভাঙবেনা
২৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:০৬
291800
শোয়াইব জিয়া লিখেছেন : হতে পারে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File