কোন হায়েনার দেশে আমাদের বসবাস!
লিখেছেন লিখেছেন শোয়াইব জিয়া ১৪ মে, ২০১৩, ০৩:০৪:৪৬ দুপুর
গত ৫মে হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আহুত অবরোধ ও পরবর্তী অবস্থান উপমহাদেশের ইতিহাসে একটি অধ্যায় রচনা করল।
প্রায় একমাস পূর্বে হেফাজতে ইসলাম তাদের এ কর্মসূচী ঘোষণা করে। উক্ত দিনে ঢাকার ৮টি প্রবেশ পথে তারা অবস্থান নেয়, কার্যত ঢাকা সারাদেশ হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুপুরের দিকে হেফাজত কর্মীরা ঢাকায় প্রবেশ করে। সরকার দলীয় লোকেরা বিনা কারণে তাদের উপর সসস্ত্র হামলা চালায়। ভয়াবহ এক সংঘর্ষ বেঁধে যায় । লীগের সদস্যরা হেফাজত কর্মীদের উপর নির্বিচারে গুলি চালায় পুলিশের উপস্থিতিতে, সাপের মত পিটিয়ে হত্যাকরে হেফাজত কর্মীদের। বাইতুল মোকাররম মসজিদের পাশে ধর্মীয় গ্রন্থের দোকানে আগুন দেয়, মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ আগুনে পুড়ায়। পরে সব কিছুর দায় হেফাজত কর্মীদের ঘাড়ে চাপানোর চেষ্টা চালায়।
এভাবে সারা দিন সংঘর্ষ চলতে থাকে। এরপর রাতে শুরু হয় আরেকটি কালো অধ্যায়ের। যা ইতিহাসে কালো রাত হিসেবে লেখা থাকবে।
কালোরাতের অনেক ঘটনা আমরা শুনেছি, হাজার হাজার ঘটনা থেকে এখানে একটি উল্লেখ করব।
আমার পরিচিত এক বড় ভাই ঐ রাতে এশার আগে শাপলা চত্বর থেকে বাসায় ফিরছিলেন, যাওয়ার পথে মৌচাক মোড়ে সরকারের পেটুয়া বাহীনি পুলিশ তাকে মার-ধর করে এবং থানায় নিয়ে যায়। থানায় নিয়ে তাকে গ্রেফতার দেখানো হয়, মামলার আসামী করা হয়। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, চালানো হয় অমানবিক নির্যাতন। প্রশ্ন করে; “কেন শাপলা চত্বর গিয়েছিলি? এখন বল তোর হেফাজতে ইসলাম কি তোকে হেফাজত করতে পারবে? তোর আল্লাহ কি তোকে হেফাজত করতে পারবে?” তাদের এসবের উত্তরে সে শুধু বলে, “আমার আল্লাহ আমাকে এখানে ও আখেরাতে তথা উভয় জগতে হেফাজত করতে পারবে”
একথা বলার পর তার উপর নির্যাতনের মাত্র আরো বাড়িয়ে দেওয়া হয় এবং বার বার বলে; “বল তোর আল্লাহকে বাঁচাতে!”
বাংলাদেশ ৯৮% মুসলমানের দেশ। এদেশে কারাগারগুলো তো নয় গুয়েন্তানামো বে কিংবা আবু গরীব। তবে কেন বিশ্বের দিত্বীয় বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ হয়েও আমাদের এ অবস্থা।
তাই বলি; হায় এ কোন হায়েনার দেশে আমাদের বসবাস!
বিষয়: বিবিধ
১২১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন