আম গাছে কি জাম ধরে????
লিখেছেন লিখেছেন শোয়াইব জিয়া ২৩ ডিসেম্বর, ২০১৫, ০৭:৪৪:১৬ সন্ধ্যা
আওয়ামী জোট সুপ্রিমকোর্ট'র রায়কে সামনে রেখে তত্ত্বাবধারক সরকার ব্যবস্থা বাতিল করে। দীর্ঘদিন হতে তত্ত্বাবধারক সরকারের জন্য মৌখিক(!!!) আন্দোলনে ব্যর্থ হয় বিএনপি নেতৃত্বাধীন ২০দল। গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করেনি ২০দল।
আওয়ামী জোট সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মাদ এরশাদের দল জাতীয় পর্টিকে বিরুধী দল করে গত সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করে। বিএনপি জোট ৫ জানুয়ারি নির্বাচন ও নির্বাচিত সরকার অবৈধ ঘোষণা দেয়।
এরপর বিভিন্ন মামলায় বিএনপির মহাসচিব ও যুগ্ন দুজনকেই গ্রেফতার করা হয়। জোট নেত্রী দেশের বাইরে থাকেন দীর্ঘদিন। শুরু হয় দল ভাঙ্গনের গুঞ্জন। সাবেক সফল রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের ভাইয়ের দোয়া মাহফিল। শমসের মুবিনের অব্যাহতি ব্যক্তিগত কারণ দেখিয়ে(লোক বলে তিনি ইন্ডিয়ান লবীর লোক)। অবশেষে নেত্রীর দেশে ফেরা। দল ভাঙ্গনের গুঞ্জন শেষ হলেও জোট ভাঙ্গনের গুঞ্জন থেমে নেই।
এর মাঝেই পৌরসভা নির্বাচনের ঘোষণা দেয় ২০দল''র ভাষায় অবৈধ সরকারের নির্বাচন কমিশন। সরকার মুক্তি দেয় মহাসচিব ও যুগ্ন কে। বিএনপি নির্বাচনে প্রায় প্রতিটি পৌরসভায় নিজেদের প্রার্থী মনোনয়ন দেয় জোটের শরীকদে সাথে সমঝোতা ছাড়াই।
হঠাৎ পাল্টে যায় জোট নেত্রীর সুর!!
“আন্দোলন নয়, নির্বাচনের মাধ্যমে ঘায়েল করতে হবে সরকারকে”: খালেদা জিয়া।
তাহলে এতোদিনের আন্দোলন কি ভূল ছিলো?
গণতন্ত্র রক্ষার নামে জিবন দেওয়া কর্মিদের রক্তের কি হবে?
গণতন্ত্র রক্ষার আন্দোলনের নামে দেশের যে আর্থিক ক্ষতি হলো তার কি হবে?
মহাসচিব ও যুগ্ন পৌরসভা নির্বাচনের আগে মুক্তি পায়, নেত্রীর সুর পাল্টে যায়!!!
বিএনপি কি দ্বিতীয় কারো দ্বারা পরিচালিত হচ্ছে?? না সব কাকতালীয়????
প্রশ্ন: আম গাছে কি জাম ধরে????
আংক: অবৈধ সরকার বৈধ নির্বাচন!!!
ফলাফল: আম গাছেও জাম ধরে !!!
বিষয়: রাজনীতি
১১০৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন