মানুষের ভালোবাসার সামনে সবকিছুই পরাজিত!
লিখেছেন লিখেছেন শোয়াইব জিয়া ১৭ অক্টোবর, ২০১৩, ১১:০৯:৫২ সকাল
বেশ কিছু দিন ধরে এদেশের ইসলাম বিদ্বেষি কিছু পাগল ও মিডিয়া কোটি জনতার প্রাণস্পন্দন কওমি মাদ্রাসার বিরুদ্বে অপপ্রচার চালানো শুরু করে। তাদের সাথে যোগে দেয় আরেক কুলাঙ্গার সজিব ওয়জেদ জয়।
কোরবানের আগে তারা প্রচারণায় নামে, কওমী মাদ্রাসায় কোরবানীর চামড়া যেন না দেওয়া হয়। তারা বলে বেড়ায় চামড়া গরিবের হক্ব। এসব মাদ্রসায় কোরবানীর চামড়া দিলে তারা বোমা/গ্রেনেড বানাবে (হাস্যকর)। এ প্রচারণার সাথে সাথে কোরবানীর দিন সারা দেশে নেমে পড়ে ছাত্রলীগ, নাস্তিক লীগ এর সামাজিক সংগঠনের মুখোশধারী কর্মিরা। তারা মানুষকে মাদ্রসায় চামড়া দিতে কলা-কৌশলে নিষেধ করে। তাতে কাজ না হলে তাদের প্রভাবধীন এলাকায় সরাসরি বাঁধা দেয়।
কোরবানীর দিন বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসয় চামড়া তোলার সময়ও এমন ঘটনা ঘটে। কিন্তু মানুষের ভালোবাসা এসব কওমী মাদ্রাসার সাথে। বাঁধা দিয়ে তারা কিভাবে পারবে।
আলহামদুলিল্লাহ ভিবিন্ন স্থানে এভাবে বাঁধা দিলেও বাংলাদেশের সবকটি মাদ্রাসায় আগের তুলনায় অধিক চামড়া এসেছে। নাস্তিক আওয়মী লীগের প্রচারণা ও সব প্রচেষ্টা ব্যর্থ হল।
মানুষের ভালোবাসার সামনে সবকিছুই পরাজিত হল!
বিষয়: বিবিধ
১৪২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন