একটি বিরল ছবি!

লিখেছেন লিখেছেন শোয়াইব জিয়া ০৩ নভেম্বর, ২০১৪, ০৩:২১:১৭ দুপুর



ছবিতে দেখা যাচ্ছে, ওয়ান ইলেভেনের পর বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্ণফুলি সেলের সামনে দণ্ডায়মান।

দেশের পরিস্থিতিতে এই ছবিটি বিরলই বলা যায়।

ছবিতে যাদের উপস্থিতি রয়েছে, মোহাম্মদ নাসিম, খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার নাজমুল হুদা, মীর নাসির, সালমান এফ রহমান, সালাউদ্দিন কাদের চৌধুরী, মহীউদ্দিন খান আলমগীর, আনম হ মোস্তফা কামাল সহ আরও অনেকে। তাদের সঙ্গে তৎকালীন ডিআইজি প্রিজনস শামসুল হায়দার সিদ্দিকী।

বিষয়: বিবিধ

১২৫৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

280830
০৩ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আগেও দেখেছি বেশ কবার
২৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:০৯
291801
শোয়াইব জিয়া লিখেছেন : ধন্যবাদ!
280838
০৩ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:০৪
মামুন লিখেছেন : ছবিটি আগেও দেখেছি। কিন্তু কথা হল, যারা যারা এই ছবিতে রয়েছেন, তাঁরা কি সেই সময়ের এই ছবি দেখে বর্তমানে কিছু শিক্ষা নিয়ে শুধরে যাবার চেষ্টা করছেন?
২৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:০৯
291802
শোয়াইব জিয়া লিখেছেন : শিক্ষা!
281146
০৪ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২০
হতভাগা লিখেছেন : সেটা এক সময়ই ছিল বটে ! যে সময়ে বাঘে মহিষে এক ঘাটে জল খেত ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File