বালকের গণতন্ত্র শিক্ষা !!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ১৫ নভেম্বর, ২০১৫, ১২:১৭:০৮ দুপুর
মিয়ানমারে অং সান সূকী নির্বাচিত হওয়ার পর আবার দেশে গণতন্ত্র মাতম উঠেছে । ৫ই জানুয়ারির পর আমি ভাবছিলাম এইটা শুধু জাদুঘরে রাখার মত বিলুপ্তপ্রায় শব্দ ।
বং দেশে গণতন্ত্র আসলে কি জিনিস ??? খায় না পড়ে !!!!
ছোট বেলার কান চিলে নেয়ার গল্পের মত নয়তো ।
বং গণতন্ত্রের এই চুলকানি বুঝতে নিচের এই পুরানো জোকস টার কথা মনে পড়ল .. আসুন .একটু অন্য রকম ভাবে দেশী স্টাইলে অনুবাদ করে এই প্রজন্মকে বুঝাই ।.
আট বছরের এক বালক তার পিতাকে জিজ্ঞেস করল " বাবা; গণতন্ত্র কি ?"
পিতা ছেলের প্রশ্নের উত্তরে বলল " যদিও কঠিন প্রশ্ন তবু আমি তোমাকে সহজ করে বোঝাচ্ছি । যেহেতু আমি এই পরিবারের রুটি রোজগার করি । সুতরাং আমি হচ্ছি পুজিপতি বা পুঁজিবাদ । তোমার মা এই সংসার চালান মানে সংসার খরচ অর্থের সার্বিক দেখাশোনা করেন । সুতরাং তাকে আমরা সরকার বলতে পারি । আর আমরা... তুমি আর তোমার ছোট্ট বোনের দেখাশোনা করি । তাই তোমরা হচ্ছ আম জনতা । আর এই সিস্টেমটার নামই হচ্ছে গণতন্ত্র ।
আট বছরের বালকের গণতন্ত্রের এই সংজ্ঞাটা ঠিক মাথায় ঢুকল না । তাই রাতে না ঘুমিয়ে সে বোঝার চেস্টা করতে লাগল ,বাবা আসলে তাকে কি বোঝাতে চেয়েছেন ??? গভীর রাতে সে শুনতে পেল তার দুই বছরের বোন কেঁদেই চলেছে । সে তার বোনের রুমে গিয়ে দেখল তার বোনের ডাইপার মলমূত্রে ভিজে ওভারফ্লো করছে । সে তার বাবা মা কে ডাকতে গেল । তাদের রুমে গিয়ে দেখল মা অঘোরে ঘুমাচ্ছে । কিন্তু বাবাকে বিছানায় না দেখে তাকে খুঁজতে গেল । কিন্তু কোথাও পেল না । শেষমেশ সে কাজের বুয়াকে ডাকতে গেল । কিন্তু তার রুমের দরজা বন্ধ পেল । অনেক ডাকেও যখন সে দরজা খুলল না তখন সে চাবির রিংয়ের ছিদ্রের ভিতর উঁকি দিয়ে দেখতে পেল তার পিতা বুয়ার বিছানায় শুয়ে আছে । সে আর কিছু না বলে নিজের রুমে চলে গেল ।
সকালে নাস্তার টেবিলে সে পিতাকে বলল
" বাবা আমি গণতন্ত্রের কনসেপ্টটা পুরোপুরি বুঝে ফেলেছি " ।
পিতা বলল " তাই ? বলতো দেখি !! কি বুঝলে ?"
বালক স্মিত হেসে বলল " তার আগে বাবা আমরা কাজের বুয়া কে এখানে যোগ করি ।যেহেতু সে সারাদিন আমাদের কাজ করে সে হচ্ছে শ্রমিক শ্রেনী ।
আর গণতন্ত্র হছে
যেখানে পুঁজিপতি লোকচক্ষুর আড়ালে শ্রমিক শ্রেনীকে শোষণ করে ভোগের আনন্দ লাভ করে ;
আর সরকার জানা অজানা কারনে গভীর ঘুমে আচ্ছন্ন থাকে ;
ভবিষ্যতের আমজনতারা ভয়ে মলমুত্রে নিজেদের ভিজিয়ে নিজ ঘরে বসে জল ফেলে
আর সুশীলরা তাদের জ্ঞান আর বিবেকের ছিদ্রে সব দেখেও না দেখার ভান করে । "
বিষয়: বিবিধ
১০৭৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কম্যুনিস্ট, শৈরাচারেরা গণতন্ত্র পছন্দ করে না। তারা শর্টকাটে তাদের অথর্বতা অন্যের ঘাড়ে চাপাতে চায়।
রাসূল (সাঃ) মক্কায় থেকে গোপন মিলিশিয়া না করে মদিনায় সকল ধর্ম-গোত্রকে সরকার গঠণ করেছিলেন।
আপনারা যারা আপনাদের অতি আবেগ নামক মানসিক রোগের নিয়ন্ত্রণ করতে পারেন না তারা নিজেদের রোগটাকে ইসলাম মনে করবেন না প্লীজ।
and surely Islam is not a sentiment nor a emotional disease its a guideline of your life ...তাই নিজের রোগকে ইসলাম মনে করার তুলনাটা অপ্রাসঙ্গিক এবং দুর্বল ধারনা
.
মন্তব্য করতে লগইন করুন