ছেঁড়া কাগজে যৌবনদীপ্ত কবিতা
লিখেছেন লিখেছেন এস কে দোয়েল ১৫ নভেম্বর, ২০১৫, ১১:৫৬:০৮ সকাল
কখনো কখনো ছেঁড়া কাগজগুলোই হয়ে উঠে
আমার কবিতা লেখার মূলবস্তু
কখনো মোবাইলের ম্যাসেজ বুকে ফুটে উঠৈ কবিতা
পূর্ণাঙ্গ রূপ দিই প্রস্ফুটিত সন্তানের মতোই তাকে।
ফুলের সৌন্দর্যের মত অপরূপ ললিতা আমার কবিতা
কারণ কবিতায় থাকে চুম্বক টানের পুস্পিক যৌবন
এর বুকের জমিনে প্রত্যেকটি শব্দ-বাক্য
ঠিক যেন কৃষকের লাগানো সবুজ বৃক্ষরোপন।
রোমাঞ্চিত হয়ে উঠে যখন কবিতারা পৌছে উষ্ণ যৌবনে
ঠিক যেন তখন জান্নাতী ষোড়শীরা প্রতীয়মান হয়
ছেঁড়া কাগজের ভিতরেই কখনো কখনো আমি
কলমের আঁচরে ফুটিয়ে তুলি যৌবনে পা রাখা সৌন্দর্য্যবর্ধিত
রসালো ফলের কামশ্রী কবিতা।।
২৬ জুন/১৪
বিষয়: সাহিত্য
১১২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন