ও আমার প্রিয়তমা,

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৫ নভেম্বর, ২০১৫, ১০:২১:৪৪ সকাল

ও আমার প্রিয়তমা,

তুমি কোমল কমনীয় কমা!

কমায় দেখি রমরমা-

উল্টা কমা সিধা কমা

একলা কমা দোকলা কমা

মোটু কমা পাতলু কমা

এমনি কমা ওমনি কমা

ও আমার প্রিয়তমা

তুমি প্রিয় কমলিনী কমা!

আরও আছে কত কমা জমা-

কমবক্ত কমা কমপোক্ত কমা

কমজোরি কমা কমজাত কমা

কমদামি কমা কমনামি কমা

ওগো প্রিয় প্রিয়তমা

তুমি ফুলস্টপ আমি কমা,

বিষয়: বিবিধ

১০৩৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349798
১৫ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৪১
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
349799
১৫ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৪১
সুশীল লিখেছেন : ধন্যবাদ পিলাচ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File