ভার্চুয়াল পর্দায় রঙিন ফেসবুক

লিখেছেন লিখেছেন এস কে দোয়েল ১৯ নভেম্বর, ২০১৫, ০৭:৩৫:০৭ সন্ধ্যা

সময়ের চালচিত্রে রঙ বেরঙের ফেসবুক

চমৎকার আঙিকে কখনো সাজে মধুপূর্ণিমায়

সাদা পৃষ্ঠা হয়ে উঠে রঙিন কলেবর

অগণিত মুখোচ্ছবি ফুটে উঠে ফেসবুকের পর্দায়।

তরুণ প্রজন্মের ডুব সাতার, মগ্নতার চ্যাটিন বক্স

বিজ্ঞাপনের নারীর নগ্ন-অর্ধনগ্ন কামশ্রিত শরীর

নগ্নতার অশ্লীল পোশাকে সুন্দরী মিস ওয়ার্ল্ড

মনের সব আবেগগুলো চুষে নিচ্ছে আজকের ফেসবুক।

অবসর আড্ডায় মাতে ফেসবুক ভার্চুয়াল পর্দায়

খুদে বার্তায় কথা চালাচালি, নোট প্যাডে বিশাল স্টেটাস

প্রতিনিয়ত সংঘটিত খবর পত্রিকার লিংক পোষ্ট

খবরের কাগজ যেন অসহায় অনলাইনের কাছে।

নি:সঙ্গ জীবনের প্রাণতম সঙ্গী আজ ভার্চুয়াল ফেসবুক

মনের কথাগুলো লিখে ভাব প্রকাশে দ্বারস্থ সেথায়

সময়ের রঙিন সুতায় স্বপ্নেরা যখন প্রজাপতির ডানা নাচায়

অসময়ের অস্থিরতায় কেউ বেছে নেয় আত্মহত্যার পথ।।

বিষয়: সাহিত্য

১০৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File