আল্লাহ তায়া'লার ৯৯ টি নাম........ পর্ব-১

লিখেছেন লিখেছেন এ,এস,ওসমান ২৭ মে, ২০১৫, ০৫:৪৫:২৩ সকাল

"আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে,নামের মার্ধ্যমে তোমরা তাকে ডাক (সূরাঃআরাফ,১৮০)

আমাদের সৃষ্টি কর্তা,পরম দয়ালু,অসীম ক্ষমতাধর আল্লাহ তায়া'লায় ৯৯ টি নামের অর্থ এবং ব্যাখ্যা ইংশাল্লাহ আমি পর্বে পর্বে তুলে ধরার চেষ্টা করবো।

১।الله ------------- আল্লাহ----------------- আল্লাহ

তিনি সৃষ্টিকুলের ইবাদত ও দাসত্বের অধিকারী।তিনিই মাবূদ-উপাস্য,তারকাছে বিনীত হতে হয়,রুকূ-সিজদাহ যাবতীয় ইবাদত-উপাসনা তাকেই নিবেদন করতে হয়।

২। الرحمن --------আর-রহ'মান-----------পরম দয়ালু

সৃষ্টির সকলের প্রতি ব্যাপক ও প্রশস্ত দয়ার অর্থবোধক নাম।এ নামটি আল্লাহর জন্যে সবিশেষ,তিনি ব্যতীত কাউকে এ রহমান বলা জায়েজ নয়।

৩। الرحيم -------- আর-রহী'ম ------------অতিশয়-মেহেরবান

তিনি মুমিনদেরকে দুনিয়া ও আখেরাতে ক্ষমাকারী করুণাকার, তাঁর ইবাদতের প্রতি মুমিনদের হেদায়াত করেছেন।জান্নাত দিয়ে আখেরাতে তাদেরকে সম্মানিত করবেন।

৪।الملك ----------আল-মালিক----------- সর্বকর্তৃত্বময়

আদেশ-নিষেধ ও কর্তৃত্বের অধিকারী তিনিই।তিনি আদেশ ও কর্মের মার্ধ্যমে সৃষ্টিকুলকে পরিচালনাকারী।তাঁর রাজত্ব ও পরিচালনায় তাঁর কোন শরীক নেই।

৫।القدوس -------আল-ক্বুদ্দুস------------ নিষ্কলুষ, অতি পবিত্র

তিনি সবধরনের ত্রুটি-বিচ্যুতি হতে পবিত্র,পরিচ্ছন্ন ও নিঃষ্কলুষ। কারন পূর্ণতা বলতে যা বুঝায় এককভাবে তিনিই তাঁর উপযুক্ত,তাঁর কোন দৃষ্টান্ত নেই।

৬। السلام ------- আস-সালাম ------------ নিরাপত্তা-দানকারী, শান্তি-দানকারী

তিনি স্বীয় সত্বা,নাম,গুনাবলী ও কর্মে যে কোন ধরনের দোষ-ত্রুটি থেকে মুক্ত।দুনিয়া ও আখেরাতের যাবতীয় শান্তির-শৃংখলা একমাত্র তাঁর নিকট থেকেই পাওয়া যায়।

৭। المؤمن-------- আল-মু'মিন ---------- নিরাপত্তা ও ঈমান দানকারী

নবি-রাসূল এবং তাঁদের অনুসারীদের সত্যতার সাক্ষী দিয়ে তিনি তাঁদের সত্যায়ন করেছেন।তাদের সত্যতাকে বাস্তবায়ন করার জন্য যে দলীল-প্রমাণ দিয়েছেন তাঁর সত্যায়ন করেছেন। দুনিয়া-আখেরাতের সকল নিরাপত্তা তারই দান।মুমিনদের নিরাপত্তা দিয়েছেন যে, তিনি তাঁদের প্রতি জুলুম করবেন না,তাদেরকে শাস্তি দিবেন না এবং কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় তাদেরকে বিপদে ফেলবেন না।

৮। المهيمن ------আল-মুহাইমিন ------- পরিপূর্ন রক্ষণাবেক্ষণকারী

তিনি সকল বস্তুকে পরিচালনাকারী,সংরক্ষ্ণকারী,সাক্ষী এবং সব কিছুকে বেষ্টনকারী।

৯। العزيز ----------আল-আ'জীজ --------- পরাক্রমশালী, অপরাজেয়

ক্ষমতা ও শক্তির যাবতীয় বিষয় তারই অধিকার।তিনি প্রতাপশালী- তাঁকে কেউ পরাজিত করতে পারে না। তিনি বাধাদানকারী-তিনি কারো মুখাপেক্ষী নন,কর্তৃত্ব ও বিজয় তাঁর হাতেই। তাঁর অনুমতি ছাড়া কোন কিছুই নরতে পারে না।

(চলবে)

বিষয়: বিবিধ

১৫৯৬ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322814
২৭ মে ২০১৫ সকাল ০৭:২৯
শেখের পোলা লিখেছেন : চলুক৷ ভাল হয়েছে৷ ধন্যবাদ৷
২৭ মে ২০১৫ দুপুর ০২:০১
264025
এ,এস,ওসমান লিখেছেন : আসসালামু আলাইকুম। অনুপ্ররনা দেওয়ার জন্য ধন্যবাদ
322817
২৭ মে ২০১৫ সকাল ০৭:৫১
নীলাঞ্জনা লিখেছেন : আল্লার সবগুলো নাম আরবীতে ক্যান? আরবী ছাড়াও যে পৃথিবীতে ইংরেজী, চৈনিক, হিন্দি, স্পেনিস, বাংলা......... এমন অনেক ভাষ আছে সেটা কি আপনার গন্ডমূর্খ আল্লা জানতেন্না???
২৭ মে ২০১৫ সকাল ০৭:৫৯
263997
ছালসাবিল লিখেছেন : ডারলিং Love Struck পাগলামি করে না Love Struck
২৭ মে ২০১৫ দুপুর ০২:০৮
264028
এ,এস,ওসমান লিখেছেন : কোরআনটা কোন ভাষায় যেন নাজিল হয়েছিল?

আর আরবি ভাষার লোক ছাড়া কি আর কোন ভাষার লোকরা আল্লাহকে ডাকলে কি আল্লাহ তাঁদের ডাকে সাড়া দেন না?

আমার আল্লাহ মূর্খ না মূর্খ আপনি।@নীলাঞ্জনা আমার আল্লাহ সব দেশের ভাষা বুঝেন।

যেকারনে আমরা যখন আল্লাহর কাছে সাহায্য চাই তখনই আমাদের আল্লাহ সাহায্য করেন।
২৭ মে ২০১৫ রাত ১০:০০
264164
নীলাঞ্জনা লিখেছেন : আপনার আতুর আল্লা কি সাহার‍্য করতে পারেন তাতো তবলিগ জামাতের আখেরী মোনাজাত দেখলেই বুঝা যায়।

আল্লাকে বলেন্না ফিলিস্তিন মুক্ত করে দিতে। তখন বুঝা যাবে কত ধানে কত চাল।
২৭ মে ২০১৫ রাত ১০:০৭
264172
এ,এস,ওসমান লিখেছেন : অপেক্ষায় থাকেন
"নিশ্চয় আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে রয়েছেন" (আল-কোরআন) -সুরা: বাকারাহ
২৭ মে ২০১৫ রাত ১০:৪৯
264195
নীলাঞ্জনা লিখেছেন : এস বাকি/বকেয়া কথার ভয় দেখিয়ে ইসলামের মূর্খ/বর্বর আল্লার শেষ রক্ষা হবে না।
322826
২৭ মে ২০১৫ দুপুর ১২:৫১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৭ মে ২০১৫ দুপুর ০২:০২
264026
এ,এস,ওসমান লিখেছেন : আসসালামু আলাইকুম। অনুপ্ররনা দেওয়ার জন্য ধন্যবাদ
322838
২৭ মে ২০১৫ দুপুর ০১:৪০
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ খাইরান ।
২৭ মে ২০১৫ দুপুর ০২:০২
264027
এ,এস,ওসমান লিখেছেন : আসসালামু আলাইকুম। আপু আপনার কম্যান্ডই আমার অনুপ্ররনা।
322848
২৭ মে ২০১৫ দুপুর ০২:২৭
আবু জান্নাত লিখেছেন : জাযাকাল্লাহ খাইর
২৭ মে ২০১৫ দুপুর ০২:৫১
264032
এ,এস,ওসমান লিখেছেন : আসসালামু আলাইকুম। ভাইয়া আপনার কম্যান্ডই আমার অনুপ্ররনা।
322870
২৭ মে ২০১৫ বিকাল ০৪:২৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার পোস্ট। জাজাকাল্লাহ খাইরান।
২৭ মে ২০১৫ রাত ০৮:১১
264111
এ,এস,ওসমান লিখেছেন : আসসালামু আলাইকুম। আপু আপনার কম্যান্ডই আমার অনুপ্ররনা।
322876
২৭ মে ২০১৫ বিকাল ০৪:৩৯
ব্লগার শঙ্খচিল লিখেছেন : জাযাকাল্লাহ খাইর
২৭ মে ২০১৫ রাত ০৮:১১
264112
এ,এস,ওসমান লিখেছেন : আসসালামু আলাইকুম। ভাইয়া আপনার কম্যান্ডই আমার অনুপ্ররনা।
২৮ মে ২০১৫ রাত ০৪:০৩
264243
নীলাঞ্জনা লিখেছেন : আল্লার সবগুলো নাম আরবীতে ক্যান? আরবী ছাড়াও যে পৃথিবীতে ইংরেজী, চৈনিক, হিন্দি, স্পেনিস, বাংলা......... এমন অনেক ভাষ আছে সেটা কি আপনার গন্ডমূর্খ আল্লা জানতেন্না???
২৮ মে ২০১৫ রাত ০৪:২২
264244
এ,এস,ওসমান লিখেছেন : @নীলাঞ্জনা আপনি কোন ধর্মের অনুসারী সেটা আমি জানি না।আপনি যদি ইসলাম ধর্মের ব্যতীত অন্য কোন ধর্মের অনুসারই হন তবে আপনার ধর্ম কি কখনও শিক্ষা দেয় নি অন্য ধর্মকে সম্মান করা।

নাকি জন্মের পরই নাস্তিক মন মানসিকতা নিয়ে জন্মেছেন।
323298
২৯ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
মোহাম্মদ লোকমান লিখেছেন : একটি সুন্দর বিষয় নির্বাচন করার জন্য অনেক ধন্যবাদ।
চলুক, সাথে আছি।
২৯ মে ২০১৫ রাত ০৮:০৩
264679
এ,এস,ওসমান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। পাশে আছেন শুনে ভাল লাগলো।
323605
৩১ মে ২০১৫ দুপুর ০২:৩৮
হতভাগা লিখেছেন : সুব'হান আল্লাহ ! সুন্দর পোস্ট , চলুক ইন শা আল্লাহ ।

কারও নাম কি রাহমান , রাহিম , মালিক , আজিজ - এভাবে ডাকা যায় নাকি এর আসে আব্দুল যোগ করতে হবে ?
৩১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৩
265047
এ,এস,ওসমান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। আপনার প্রশ্ন সম্পর্ক কে আমার পুরাপুরি জ্ঞান নায়। তাই আমি এ প্রশ্ন হতে বিরত থাকলাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File