এই বর্বরতার শেষ কোথায় ? ওরা মানুষ নাকি . . . ?

লিখেছেন লিখেছেন সুপ্ত আত্তাঁ ০৬ মে, ২০১৩, ০৯:০৫:৪০ সকাল

বাংলাদেশের স্বাধীনতা কারো একার সম্পদ নয় যে যে কেউ তার মালিকানা দাবীকরবে এবং বলবে আমরাই মুক্তিযুদ্ধের স্বপক্ষে শক্তি। মুক্তিযুদ্ধ সবার এইদেশ সবার এই দেশে শান্তি প্রিয় মুসলমানের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অপরিসীম শ্রদ্ধা রেখেই জীবন যাপন করছে। তবে, কোন নাস্তিক মুরতাদ এই দেশে থাকতে পারবেনা এবং তাদের আশ্রয়দাতারাও তার পরিনতি ভোগ করতে হবে। আমি গণতন্ত্র বিশ্বাস করি, তার মানে এই নয় যে গণতন্ত্রকে পুজি করে কেউ আজীবন ক্ষমতায় থাকার মনোবাসনা ব্যক্ত করে এবং লাশের পর লাশ এই দেশকে উপহার দেয়।লাশ পড়বে কিন্তু ইতিহাসে যারা মৃত্যুকে ‘আল্লাহ ও তার রাসুলের’ জন্য দান করেছে তাদের নাম লিখা থাকবে। খুন করে মানুষের লাশ ফেলে গণতন্ত্রের চর্চা করা যায়না।

বাংলাদেশের টিভি মিডিয়া যে নির্লজ্জ্ব ভাবে সরকারের প্রতি তাদেরপুর্ন সমর্থন জানিয়েছে, তা দ্বারা তারা প্রমান করেছে তারা ২১ শতাব্দির নব্য অসভ্য জানোয়ার, তারা শিক্ষা নিয়েছে কিন্তু কুশিক্ষা নিয়েছে। তারারাতের বেলায় সরাসরি শাপলা চত্বরের সম্প্রচার বন্ধ করে দিয়েছে কারন তারা জানতো পুলিশ র‌্যাব সহ সব বাহিনী ক্রমাগত ব্রাশফায়ার করে হেফাজত কর্মীদৈর এখান থেকে সরিয়ে দেবে, তা যদি মানুষ দেখে ফেলে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে সরকার। আমি বলছি ‘হিটলার চেঙ্গিস খানেরাও’ পারেনি মানুষ হত্যা করে দুনিয়া শাসন করতে, পারেনি হালাকু খান, নরেন্দ্র মোদি মুসলমান হত্যা করে আজও ভারতের প্রধানমন্ত্রী হবার টিকেট পায়নি। ধিক্বার জানাই বি, এন, পির তথাকথিত দালালদের যারা বড় বড় কথা বলে কিন্তু রাজপথে নামার সাহস তাদের নেই।

আর কি বলব? শহীদদের রক্ত বৃথা হতে দিব না ।

বিষয়: বিবিধ

৯৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File