জীবন যুদ্ধ আর সফলতা
লিখেছেন লিখেছেন সুপ্ত আত্তাঁ ০৫ মে, ২০১৩, ১০:৫৪:৫৫ সকাল
জীবন একটা যুদ্ধের নাম ।
এখানে তোমাকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হবে বেচেঁ থাকার জন্য ।
শতকষ্টে জীবনটাকে সাজাঁতে হবে নিজের মত করে।
জীবনে দুঃখ কষ্ট আসবেই তাই বলে আমাদের হতাশ হলে চলবে না। হতাশা কখনো সুফল বয়ে আনবে না ।
আপনাকে সব সময় বিজয়ীর বেশে থাকতে হবে।
জীবনে সফল হতে হলে কঠুর পরিশ্রম আর ধৈর্য ধারণ করতে হবে ।
আর আল্লাহর উপড় সন্তুষ্ট থাকতে হবে ।
একটা কথা মনে রাখবেন " বিজয়ীরা ভিন্ন ভিন্ন কাজ করে না বরং একই কাজ ভিন্নভাবে করে"
ALWAYS THINK POSITIVE
মনোভাব বদলাতে হবে ।
A Stone is broken by the last stroke of Hammer. This doesn't mean that the 1st Stroke is useless. Success is the result of continuous and persistent effort!
তাই ধৈর্য্য ধরতে হবে । । ।
বিষয়: বিবিধ
১৪৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন