উন্মাদ বাংলাদেশ এবং
লিখেছেন লিখেছেন সুপ্ত আত্তাঁ ০৪ মে, ২০১৩, ১১:১৬:৩৯ সকাল
বাংলাদেশের গাধা,গর্ধভ,উন্মাদগুলিকে চেনার সহজ উপায় হলো মন্ত্রিদের পরখ করা। ঐ মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হচ্ছেন উন্মাদ দের শিরোমনি ! যিনি মন্ত্রিসভা তৈরি করে থাকেন। __ হোসাইন ।
তাহলে মালের কথা শুনুন -
সাভার দুর্ঘটনা ‘তেমন ভয়াবহ নয়’ : অর্থমন্ত্রী
সাভারের ভবন ধসের দুর্ঘটনাকে তেমন ভয়াবহ বলে মনে করেন না অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সাভারের ধ্বংসস্তূপে নিহতের সংখ্যা ৫১০ ছাড়িয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পরেই এপি’র সঙ্গে এক সাক্ষাৎকারে এ ধরনের মনোভাব ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সেই সঙ্গে সাভার দুর্ঘটনার কারণে গার্মেন্ট শিল্পে যেকোন ধরনের নেতিবাচক প্রভাবের বিষয়টিওতিনি নাকচ করে দিয়েছেন। বর্তমানে ভারতের রাজধানী দিল্লি সফরে থাকা অর্থমন্ত্রী এপিকে দেয়া এক সংক্ষিপ্তসাক্ষাৎকারে বলেছেন সাভার দুর্ঘটনা বাংলাদেশের গার্মেন্ট শিল্পের কোন ক্ষতি করবে না। তিনি বলেন- বর্তমানের সঙ্কটকে আমি তেমন গুরুতর মনে করি না। এটা একটি দুর্ঘটনা মাত্র। মুহিত বলেন,এ ধরনের ঘটনা যাতে আর না ঘটতে পারে সে জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি।এব্যাপারে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমি মনে করি, এ উদ্যোগ সবাইকে আশ্বস্ত করবে। বিদেশী ক্রেতারা বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে পারে ভেবে তিনি চিন্তিত কিনা জানতে চাইলে এপিকে তিনি বলেন- এ ধরনের দুর্ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা।
এই হল মাল ।
আর মখা তত্ত্ব্য জানাই আছে।
আর প্রধান মন্ত্রী " চোর বাটপারদের সাথে কোন আলোচনা আর এখন আসুন আলোচনার মাধ্যমে সব সমাধান করি" এই হল উন্মাদনা। ধিক্কার !
বিষয়: বিবিধ
১২৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন