সাভার ও কতিপয় কিছু বিষয়

লিখেছেন লিখেছেন সুপ্ত আত্তাঁ ২৮ এপ্রিল, ২০১৩, ০৯:০০:১৬ সকাল

২৪ এপ্রিল সকাল ১০

পটা থেকে আজ ২৭ এপ্রিল এখন রাত

৩.৫০ বাজে বিশ্রামহীন

ভাবে কাজ করছি আমরা সবাই।।।

এখন একফোটা শক্তি নেই

শরীরে তারপর ও এই কথাটা সবাই কে বলার

জন্য কিবোর্ড

টা হাতে নিলাম।।। ভাই

আমরা নিঃস্বার্থ ভাবে কাজ

করছি এই অসহায় মানুষ গুলোর

জন্য।।

না খেয়ে না নেয়ে বিরামহীন কাজ।।। খুব

পানি পিপাসালাগছিল বন্ধু

লোকেশ কে বল্লাম একটু

পানি দে পানির বোতল

হাতে নেয়ার সাথেই এম্বুলেন্সের

শব্দ।।।আমার পরিচিত শব্দ এই তিন

দিনে শোনা হয়েছে হাজার

বার।। অনু স্যার আমার

দিকে তাকিয়ে বলল স্যালাইন

রেডি করো বোতল

নিয়ে দাড়িয়ে আছো কেন,,ব্যাস

পানি আর খাওয়া হলোনা ঐ সময় একসাথে ৪

জন রুগীর প্রাথমিক

চিকিৎসা দিয়ে পানির বোতল

হাতে নিয়ে ছিলাম।।।।

সারাদিনের খাটনি্ ছোট ভাই

রাজীব খেয়াল করছিলো বারবার

বলছিলো আপূ একটু গ্লুকোজ খান।।।

আমি অবাক হলাম ও আমাকে গ্লুকোজ

খেতে বলল অথচ ওর অবস্থা আমার

থেকে ও খারাপ।।।শুধু আমরা এই

কয়জন না আরো অনেক সিনিয়র

জুনিয়র আর আমার

সহপাঠি এবং স্যাররা কেউ ই নিজের

কথা ভাবছেনা সবাই যেন

কেমন একটা পরিবার

হয়ে গেছি আর ঐ

ভবনে চাপা পরা মানুষ

গুলোতো আমাদেরই পরিবারএর

একজন ।।। আমরাও কেদেঁছি বুড়ো মায়ের

আহাজারি দেখে আবার ৩ দিন পর

যখন মনোয়ারা পারভীন এর

স্বামি তাকে খুজে পেয়ে খুশিতে ক

অশ্রু শিক্ত হয়েছি।।। এভাবে ই

অনেক চরাই উতরাইএর ভিতর

দিয়ে আমরা এক একটাদিন

কাটাচ্ছি কিন্তু আমাদের ১০০

ভাগ

সেবা আমরা দিয়ে যাচ্ছি প্রিয়জন

জন্মদিনে শুভেচ্ছা টুকু

জানাতে পারিনি ।। এতোগুলো কথা বলার

কারন

হচ্ছে এই মাত্র রুমে এসে শুনলাম

অনেকে নাকি বলছে এনাম

মেডিকেলের গোপন

ঘরে নাকি ১৫০ লাশ গুম

করে রাখা হইছে!!!!!

ভাইরে আমরা কারো কাছে আমাদের

কষ্টের মূল্য চাইনা কিন্তু তাই

বলে কি আমরা একটু বাহাবা ও

পেতে পারিনা???? রাত দিনএক

করে এই মানুষ গুলোকে সুস্থ করার

পিছনে লেগে আছি আমরা সবাই...এ ধরনের

আজগুবি কথা গুলো শনলে মন

ভেঙে যায়। প্লীজ কেউ

মিথ্য্যা অপপ্রচার করবেন-না।

দরকার হলে আপনারা এনাম এ

এসে নিজের চোখে দেখে যান

তারপর যা লিখার লিখুন। একটা মহৎ

কাজে শরীক

হতে না চাইলে হবেননা, কিন্তু

তা নিয়ে মিথ্যা প্রচার

করবেননা।

কি বলব আর কি লিখব বুজতেছি না। যে কিনা রানা কে আড়াল করল সেই যদি বলে

"অপরাধী যে দলের ও যে বর্ণের হোক তাকে শাস্তি পেতে হবে। রানা কোন দলের সেটি বড় পরিচয় নয়, সে শত শত মানুষ হত্যা করেছে তাকে যথাযথ শাস্তি পেতে হবে। সরকার তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে"

মখা সূত্র আজ থাক।

>hìððèn-søuls<

বিষয়: বিবিধ

৯১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File