মেহেদী মাখা চিঠি..................

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ০৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:০৯:৫৪ সকাল

যন্ত্রে আমার বিশ্বাস নেই, তাই সব দিনপঞ্জি লিখেছি তোমার হাতের তালুতে

লিখার কিছু থাকলে তো!

সূর্যোদয় থেকে সূর্যাস্ত

কেটেছে মেহেদী রাঙ্গা হস্ত-যুগল ধরে আজলা ভরে (কল্পনাতে)

মুক হয়ে, অস্তিত্বের অস্তিত্বহীনতার কল্পনায়

সেও কি পাপ?

কবিদের পাপ বলে কি কিছু আছে?

অস্তিত্বহীন তুমি ক্ষণকাল প্রজাপতি হয়ে

আবার অস্তিত্ব হারাতে চলেছ কোন এক বরষায়

হৃতসর্বস্বরাই মানুষের বেদনার পাত্র

হয়ে মেঘের ঘনঘটা হীন চোখে অশ্রুর

ঢল নামায়

কারো সবকিছু কেড়ে না নিয়ে নিষ্ঠুর ইতিহাস

তার পাতায় ঠাই দেয় না

চেয়েছি কি তা

মজনু বা ফরহাদ অথবা রোমিও দের জন্য সবাই

হামদরদ হয়ে ওঠে

জীবিত রোমিওদের কেইবা দেখে

রাত জেগে কালি পড়া চোখে সতত দেখি আমি

স্কেচ করা ক্যানভাসে তোমার অদেখা মুখপটে

রঙ দিতে উদ্যত এক অজানা আনাড়ি শিল্পী

আমার রক্ত দিয়ে যে রঙ করব বলে বসে আছি

মেহেদী রঙ দিতে চায়,

না: একি দুঃস্বপ্ন , বিধাতার একি নির্মম পরিহাস

যে নিজেকে হারায় তাকে অন্যে কেন খুঁজে পায়না

অভিশপ্ত কালের গর্ভে হারিয়ে যায় কত রোমিও

ওকি! একটি দুটি শত সহস্র

এক ঝাঁক পাখি উড়ে আসছে সবার ঠোটেই একটি

মেহেদী মাখা চিঠি..................

বিষয়: বিবিধ

১২৫৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

261539
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২৬
কাহাফ লিখেছেন : "কবিদের পাপ বলে কিছু আছে?" অবশ্যই আছে। কথা-কাজ-মনন সর্ববিষয়েই পাপ মুক্ত থাকার প্রচেষ্টা চালাতে হবে......
০৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
205638
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : আরে ভাই আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন?
এটাতো কবিতার ভাষা আসলে বাস্তুবতা ভিন্ন। কবিদেরও পাপ পূণ্য আছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File