ব্লগ নেশার ফজিলত নিয়ে টুকিটাকি !!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:০১:২৫ সকাল
ব্লগের স্টিকি পোষ্টে ফেসবুকের গুনগান দেখে মুগ্ধ হয়ে কিছু না বলে কি পারা যায় !!
ফেসবুক যদি সত্যি কারো নেশা হয়ে যায় তা অবশ্যই ক্ষতিকর । যদি দেখা যায় ফেসবুকের কল্যানে পরিবারকে সময় দিতে গাফলতি, নামাজের জামাতের সময় পার হয়ে ওয়াক্তের সময় যায় যায় তাহলেতো সত্যি এ নেশা ক্ষতিকর । ফেসবুকে নারী বন্ধু বেড়ে গেলেও টিপ্পনি বা খুনসুটি দিতে ইচ্ছে করবে এটাই স্বাভাবিক । কিন্তু এটাকে নেশার উপকরন না করে ভাল কাজের মাধ্যম মনে করলে কিছুটা হলেওতো উপকারিতা পাওয়া যায় ।
ফেসবুকে এমন সব দূর্লভ চিত্র বা খবর আসে যা সত্যি অচিন্তনীয় । এমন সব লেকচার বা ভিডিও চিত্রের লিংক পাওয়া যায় যা মাথায়ও আসেনা । ইন্টারনেট এমন একটি জিনিস যা ইচ্ছে করলেই যে কেউ খারাপ কাজে ব্যবহার করতে পারে । আবার এতে নলেজের এমন এক ভান্ডার রয়েছে যা ভেবে কুল কিনারা করা যায়না । কোনটা নিবেন ? কিভাবে নিবেন সেটাই হল বিষয় ।
যেসব আশ্রাফদের বউরা জীবনে কোনদিন ইন্টারনেট দূরে থাক, মোবাইল ফোন ব্যবহার করেনি তারাও পরকীয়ায় মত্ত হয়ে সন্তান-সংসার রেখে পালিয়ে যেতে দেখা যায় !! হাজার মাইল দূরে বসেও ফেসবুকে সংসার-সন্তানদের খোজ খবর, পড়াশুনা তৈরী করে দেয়া যায়, যদি তার ব্যবহার জানে । সন্তানদের কোরান তিলাওয়াৎ শিখানো যায়, যদি এপ্লিক্যাশন জানে, ইত্যাদি ।
সর্বোপরি হারানো বন্ধুদের ফিরে পাবার যে আনন্দ ফেসবুক মানুষকে দিয়েছে তা অন্যকোন সোসাল মিডিয়া অদ্যবদি দিতে পেরেছে বলে আমার মনে হয়না !!
সে যাইহোক, যে যেভাবে নিতে পারে । কিন্তু কথা হল, ব্লগের নেশায় পেয়েও যে ইবাদত-বন্দেগীর ক্ষতি হয়, বউয়ের সাথে তুলকালাম বাধে এটাকি ব্লগের মহোদয়রা জানেনা !! অবশ্যই জানে !! তাহলে !!
বিষয়: বিবিধ
১০৪৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে। অনেক শুভেচ্ছা।
ধন্যবাদ আপনাকেও । আপনাকেও অনেক শুভেচ্ছা। Rose Good Luck
মন্তব্য করতে লগইন করুন