ব্লগ নেশার ফজিলত নিয়ে টুকিটাকি !!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:০১:২৫ সকাল

ব্লগের স্টিকি পোষ্টে ফেসবুকের গুনগান দেখে মুগ্ধ হয়ে কিছু না বলে কি পারা যায় !!

ফেসবুক যদি সত্যি কারো নেশা হয়ে যায় তা অবশ্যই ক্ষতিকর । যদি দেখা যায় ফেসবুকের কল্যানে পরিবারকে সময় দিতে গাফলতি, নামাজের জামাতের সময় পার হয়ে ওয়াক্তের সময় যায় যায় তাহলেতো সত্যি এ নেশা ক্ষতিকর । ফেসবুকে নারী বন্ধু বেড়ে গেলেও টিপ্পনি বা খুনসুটি দিতে ইচ্ছে করবে এটাই স্বাভাবিক । কিন্তু এটাকে নেশার উপকরন না করে ভাল কাজের মাধ্যম মনে করলে কিছুটা হলেওতো উপকারিতা পাওয়া যায় ।

ফেসবুকে এমন সব দূর্লভ চিত্র বা খবর আসে যা সত্যি অচিন্তনীয় । এমন সব লেকচার বা ভিডিও চিত্রের লিংক পাওয়া যায় যা মাথায়ও আসেনা । ইন্টারনেট এমন একটি জিনিস যা ইচ্ছে করলেই যে কেউ খারাপ কাজে ব্যবহার করতে পারে । আবার এতে নলেজের এমন এক ভান্ডার রয়েছে যা ভেবে কুল কিনারা করা যায়না । কোনটা নিবেন ? কিভাবে নিবেন সেটাই হল বিষয় ।

যেসব আশ্রাফদের বউরা জীবনে কোনদিন ইন্টারনেট দূরে থাক, মোবাইল ফোন ব্যবহার করেনি তারাও পরকীয়ায় মত্ত হয়ে সন্তান-সংসার রেখে পালিয়ে যেতে দেখা যায় !! হাজার মাইল দূরে বসেও ফেসবুকে সংসার-সন্তানদের খোজ খবর, পড়াশুনা তৈরী করে দেয়া যায়, যদি তার ব্যবহার জানে । সন্তানদের কোরান তিলাওয়াৎ শিখানো যায়, যদি এপ্লিক্যাশন জানে, ইত্যাদি ।

সর্বোপরি হারানো বন্ধুদের ফিরে পাবার যে আনন্দ ফেসবুক মানুষকে দিয়েছে তা অন্যকোন সোসাল মিডিয়া অদ্যবদি দিতে পেরেছে বলে আমার মনে হয়না !!

সে যাইহোক, যে যেভাবে নিতে পারে । কিন্তু কথা হল, ব্লগের নেশায় পেয়েও যে ইবাদত-বন্দেগীর ক্ষতি হয়, বউয়ের সাথে তুলকালাম বাধে এটাকি ব্লগের মহোদয়রা জানেনা !! অবশ্যই জানে !! তাহলে !!

বিষয়: বিবিধ

১০৪৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

261080
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২৫
হতভাগা লিখেছেন : জিনিসের ব্যবহার ভাল / খারাপ হয় মানুষ সেটাকে কিভাবে ব্যবহার করলো তার উপর ।
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৪৬
204916
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : নতুন আবিষ্কারকে জোর করে ঠেকিয়ে রাখা যায়না । ইন্টারনেটে খারাপ কিছু আছে বলেই ছেলে-মেয়েদের ইন্টারনেট ব্যবহারে বাধা দিয়ে পারা যায় !! হিতে বিপরীত হবে । আর ভাল-খারাপের পার্থক্য করতে না পারলে ও না শিখালে বিপর্যয় দেখা দিবেই । ধন্যবাদ আপনাকে ।
261083
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩০
মামুন লিখেছেন : " সর্বোপরি হারানো বন্ধুদের ফিরে পাবার যে আনন্দ ফেসবুক মানুষকে দিয়েছে তা অন্যকোন সোসাল মিডিয়া অদ্যবদি দিতে পেরেছে বলে আমার মনে হয়না !!"- সুন্দর লিখেছেন। বাস্তবেই এমনটি হচ্ছে। আর নেশা সবসময়ই খারাপ। সেটি গ্রহনকারীর নিজের এখতিয়ার। বস্তু কখনো মূল হতে পারে না। দেখার নজর ই আসল, কে কীভাবে দেখল।
ধন্যবাদ আপনাকে। অনেক শুভেচ্ছা। Rose Good Luck
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৪৬
204917
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন :
ধন্যবাদ আপনাকেও । আপনাকেও অনেক শুভেচ্ছা। Rose Good Luck


261111
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২৭
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আমি আমার হারানো বন্ধুদের কাউকে ফেসবুকে পাইনা। অনেক দেখেছি তাদের পাওয়াটা সম্ভবত মিছা চেষ্টা। আসলে বিজ্ঞানের কোন সৃষ্টিই খারাপ না, খারাপ হল তার ব্যবহারের উপর। অনেক ধন্যবাদ
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫৩
204954
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : ভাই, আপনার মত সেলিব্রেটিদের কথাই আলাদা । ফেসবুক ছাড়াই লোকে চিনবে । মানে চেনা বৈরাগীর পিতা লাগেনা । ধন্যবাদ আপনাকে ।
261115
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪০
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫৪
204955
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : সত্যি ভাল লেগেছে ? যাক বাবা । ধন্যবাদ ।
261125
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫৫
মাহফুজ আহমেদ লিখেছেন : ভালো লাগল।পিলাচ
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩৯
205445
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : ধন্যবাদ ভাইজান ।
261172
০৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দোষটা মানুষের মানসিকতার। ইন্টারনেট এর নয়।
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৪০
205446
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : সঠিক বুঝের অভাব । ধন্যবাদ ।
261536
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২৩
কাহাফ লিখেছেন : ব্যবহারের ধরণই নেট ব্যবহারে ভাল-মন্দের মাপ-কাঠি। বিষয় টা মাথায় রেখেই চলতে হবে......
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৪০
205447
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : ঠিকি বলেছেন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File