"আতঙ্কিত বাবা" ............................................................................
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ৩১ আগস্ট, ২০১৪, ০৫:৪৮:৩১ সকাল
আমার সন্তান ,আদম সন্তান
নতুন পৃথিবীতে এসে, যা কিছু দেখে তাই খেতে চায় ভালবেসে
কারণ মাথায় তার, এপ্লিকেশন আর কিছু নেই আছে শুধু খাওয়ার
এখন ওর বয়স এখন পাঁচ কিংবা ছয়
বাংলা লেখা দেখে সে, বেশ পড়তে শিখেছে;
তবে তা মোটেও আমার কীর্তি নয়
ওর মায়ের অবদান, তারই প্রাপ্য যত সম্মান
তবে ওকে আমি কখন খবরের কাগজ দেখতে দিইনা
আর খবরের সময় টিভির সামনে আসতে দিইনা
অনবরত ধর্ষণ আর খুন এর নিউজ দেখে
ওর কৌতুহলী মন হয়ত একদিন বসবে বেকে
হয়ত আমায় প্রশ্ন করবে ধর্ষণ কি বাবা?
প্রশ্ন শুনে হয়ত আমি হয়ে যাব হাবা
বলতে পারো মানুষ কেন মানুষ জবাই করে?
মানুষের মাংস কি মানুষ খেতে পারে?
কি জবাব দেব তারে নেই যে কথা মুখে
তাই সেধিয়ে রাখি তারে হৃদয় ভরা দুঃখে।
এভাবে আর কতকাল চলবে বলো
হয়তবা আর পারবনা কো রাখতে তারে ভালো।
আমি চাই সে মহাকাশ জয় করুক, সে বেঁচে থাকুক মহান স্বপ্ন নিয়ে এই নোংরা সমাজের কালো হাত থেকে তাকে বাঁচাতেই হবে আমাকে
বিষয়: বিবিধ
৮৯৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন