অনুভূতি

লিখেছেন লিখেছেন অপরাজিত ৩১ আগস্ট, ২০১৪, ০৬:১৬:১৬ সকাল

প্রতিদিনের মতো আজ সকালেও

সোনামাখা রোঁদে আমার ঘুম ভেঙ্গে যায়।

ব্রাশে পেস্ট

লাগিয়ে বাহিরে গিয়ে আমার প্রিয় ফুল

বাগানটির সামনে দাঁড়ালাম।

বাগানের সবুজ জমির আঁচল ভরা কয়েক

প্রকার ফুল গাছে যেন ফুলের মেলা চলছে।

ফুল গুলো দেখলে মনে হয় শুভ্র, লাল, হলুদ,

আর সবুজের তুঁলিতে আঁকা এ যেন এক

স্বপ্নীল স্বর্গের প্রতিচ্ছবি।

মাধবীর ঝাড়ে দল বেধে পাখিদের

কিচিমিচি, কখনো বা কিছু

ঝগরুটে শালিকের তীক্ষ্ণ কন্ঠ

আমাকে একেবারেই ব্যাকুল

করে দিচ্ছিলো।

হঠাৎ একটা ফুল গাছের দিকে আমার

দৃষ্টি পড়লো, নাম কাঁঠালী ফুল গাছ,

গাছটি যশোর থেকে কিনেছিলাম। এই

গাছটি কেনার তেমন ইচ্ছা ছিলোনা,

কেনার সময় পাশ

থেকে পাগলী জানালো ভাইয়া এই ফুল

আমার খুব পছন্দের ফুল,

আমি বুঝতে পারলাম এই গাছ কিনতেই হবে,

নতুবা অভিমানের রক্ত ওর বুকে জমাট

বাঁধবে, ওর পছন্দ মতে এই

গাছটি কিনেছিলাম।

আজ ওর সেই পছন্দ

করা গাছে ফুঁটে উঠেছে অনেক ফুল, কিন্তু

আদুরে বিড়াল তার পছন্দ করা গাছে ফুল

গুলো হয়তো কোন দিনও

দেখতে পারবে কিনা জানিনা।

দেখলে হয়তো একটা মিষ্টি হাঁসি দিয়ে বলতো ভাইয়া এই

গাছের সব ফুল গুলো আমাকে দিতে হবে, এই

বলেই দুহাতের ছোট ছোট আঙুলের

সাহায্যে এক গুচ্ছ ফুল

তুলে নিয়ে আমাকে বলতো ভাইয়া এই নেও

তোমাকে উপহার দিলাম, আর

শুনো খবরদার ভাবির খোঁপায় এই ফুল

পরিয়ে দিওনা কিন্তু!

এই বলেই

হো হো করে একটা লম্বা হাঁসিতে মুখোরিত

করে দিতো এই সুন্দর সকালকে।

""""""" I miss u sister """"""

পাদটীকা:

পাগলী কারো নাম না, সম্পর্কে আমার

বোন, নাম শানু, আমি আদর

করে তাকে কখনো পাগলী,

কখনো আদুরে বিড়াল, কখনো আবার আপু

অথবা আপি বলে ডাঁকি। এতে সে কখনোই

বিরক্তীর শুর প্রকাশ না করলেও খুশি হয়

কিনা জানিনা। আর না জানার কারণ

আমি কোন সাইক্লোজিস্ট না।

সম্ভবত সৃষ্টিকর্তার কাছে তার বড়

চাওয়া যেন

সৃষ্টিকর্তা তাকে রাতারাতি অপূর্ব

সুন্দরী বানিয়ে দেন যদিও সে এমনিতেই

সুন্দর ও অত্যান্ত মায়াবতী মেয়ে। কিন্তু

তপুর মেলেটারী চাকরীর মত তার শখটাও

হয়তো বিধাতা অপূর্ব রেখে দেবেন।

ওর মাঝে মানুষকে ভালবাসার অসামান্য

ক্ষমতা আছে, যাকে একবার

ভালবাসবে সে যতই খারাপ হোক

তাকে কখনোই সামান্যতম অবহেলার

অগ্নিদগ্ধ মালা পরিয়ে দেয়নি, যদিও

পাগলীকে অনেকেই সেই অগ্নিদগ্ধ

অবহেলার

মালা পরিয়ে দিয়েছে যা আমি নিজেই

প্রত্যক্ষ অথবা পরক্ষ ভাবে অনুধাবন

করেছি।

সেই অভিশপ্ত অবহেলাকারীদের

মধ্যে আমিও একজন।

বিষয়: বিবিধ

১০৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File