পট পরিবর্তন
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ২৩ জুন, ২০১৪, ১২:১০:১৬ দুপুর
কাল যদি খবর আসে
আমি আর নেই;
অথবা হয়ে গেছি নিরুদ্দেশ;
হয়ত চোখের কোণে জল গড়াবেনা,
শুধু আচল খানা চাপা দিয়ে মুখে
বেলকনিতে দাঁড়িয়ে কাটবে আরো কিছু বিকাল-সন্ধ্যা
আমার মায়ের হাতের ছোঁয়ায় হয়ত বা
খুঁজবে শান্তনা,
কিছুদিন; ধীরে ধীরে-
চিরুনীতে উঠে যাওয়া একটি দু’টি চুলের মত
আমার স্মৃতিগুলিও এক এক করে মুছে যাবে
তারপর-
আবার নাটকের একই দৃশ্য
কাশবনের পাশে চিকন আ’লে দাঁড়িয়ে তুমি
সেই পুরনো দর্শক, পুরোনো মঞ্চ, তুমিও
নেই শুধু আমি, এসেছে নতুন মুখ।
বিষয়: বিবিধ
১০৭৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন