পরিবর্তন
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৩ জুন, ২০১৪, ১২:১৫:৫৬ দুপুর
পরিবর্তন
-----------++-----
বিক্রিত আজ সবকিছু
বিবেক হতে মানবতা।
দুস্ট চক্রে বন্দী দেশ
দলিয় শাসন ব্যবস্থা।
দুর্নীতি ও সজনপ্রিতি
রাজনৈতিক দেওলিয়াপনায়
অত্যাচারিত সাধারন খেটে খাওয়ারা।
খুন. আর গুমে
মুখবুজে মানবতার নিরব ক্রন্দন
শোনেনা খমতার মসনদে বসা প্রধানরা।
চারদিকে আজ ফিস ফিসানি
ভয়ে ভয়ে চাওয়া
মানুষের মনে আজ
পরিবর্তনের হাওয়া।
বিষয়: বিবিধ
১০৫৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভয়ে ভয়ে চাওয়া,
মানুষের মনে আজ
পরিবর্তনের হাওয়া.........
সুন্দর! এক্সিলেন্ট! ভাল লাগলো। আসলে আমি কবিতা পড়তে ভালবাসি কিন্তু লিখতে পারিনা।
মন্তব্য করতে লগইন করুন