স্মৃতির ঝুলি হাতড়ে ফিরি
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ২৮ এপ্রিল, ২০১৪, ০৭:০৪:০২ সন্ধ্যা
সকালটা বেশ ভালই কাটে; যদি না ঘুমাই, তবে আরো ভাল আশা করতে কি পারিনা?
অন্যদের ঘুমন্ত অলস দেহের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে আনি ধোঁয়া ওঠা চায়ের কাপে
জানালার ধুলামাখা অস্বচ্ছ কাচের মধ্য দিয়ে, মেহগুনি গাছের পাতাগুলি একটু ধুসর দেখায়
আকাশ দেখতে চাইলে আরো একটু ডানে সরতে হবে, তারপর ছোট্ট বেলকনিটার রঙ ওঠা গ্রীল ধরে দাড়াই; দুরের শ্যাওলা ধরা উচু ভবনটাকে দূর থেকে মনে হয় একটি বড়সড় গাছ তার মাঝে কিছু খোলা জানালা দেখে নিজেই অবাক হই।
ভাবি
এতবড় পৃথিবীর মাঝে আমার কবিতা লেখার মত একটু নিরিবিলি জায়গা কি কোথাও পাবনা?
রিক্সার ক্রিং ক্রিং বেল শুনতে শুনতে তন্ময় হয়ে যাই
গালের বা পাশের ক্রস চিহ্নটাকে আয়নাতে দেখে, ফিরি সেই শৈশবে
যা আর কোনদিন ফিরে আসবেনা।
এলোমেলো হাতড়ে বেড়াই স্মৃতির ঝুলি,
কতজনের কথা লেপ্টে আছে মনের মুকুরে, সেই রাতে ঝরে যাওয়া রক্তের মত
যার দাগ হয়ত শুকিয়ে গেছে সেই মেঝে হতে, কিন্তু কত শত হৃদয়ে লেগে আছে যা
তা কি মুছতে পারবে কেউ?
সেই কবে কথা বলতে শিখেছিলাম মনে নেই, তারপর থেকে কত সহস্রজনের নাম মনে পড়ে আজো
কত মুখ নাহি মুছে কভু। পাঠশালায় ছুটি দেওয়ার আগে সারি বেধে সুর করে শতকিয়া পড়েছি যাদের সাথে
কারো কি মনে পড়ে আমার কথা?
বিষয়: বিবিধ
১০৫০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হারিয়ে যাওয়া শৈশবের
সেই যে রঙিন দিন
জীবনের অ্যালবামে মোড়া স্মৃতি
থাকবে অমলিন
মন্তব্য করতে লগইন করুন