কলকাতার একজন বাঙালি ভাই ও আমি
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৮ এপ্রিল, ২০১৪, ০৬:৫৬:৩৫ সন্ধ্যা
আমরা প্রায়ই একই মসজিদে নামাজ আদায় করি। উনার সাথে আমার ভালো সম্পর্ক আমরা অনেক রকম কথা বার্তা বলি। একদিন উনি কথার ফাঁকে আমাকে জিজ্ঞাসা করলেন শাহীন তুমি ব্লগে এবং ফেবুতে দেখেছি ভারত এবং বাংলাদেশ বিষয়ে পোস্ট কর আমি জবাব দিলাম হ্যা করি। উনি আবার আমাকে প্রশ্ন করলেন আচ্ছা আমি এই যে তোমার সাথে কথা বলতেছি একটি শব্দ ও কি বাংলাদেশের বিপক্ষে বলতেছি ?বরং আমি তোমাকে আপন মনে করে কথা বলি কারণ আমাদের দুজনের ভাষা বাংলা। আমাদের শরীরের রং সমান অনেক ক্ষেত্রে চাহিদা সমান। আমি উনার কথা শুনে হেসে হেসে বললাম সেটা তো আমি বুঝি। এবার উনি কিছুক্ষণ আমার দিকে থাকিয়ে বলেন তাহলে কেন তুমি ডালাউ ভাবে ভারতের বিরুদ্ধে ব্লগে বিশেষ করে ফেবুতে পোস্ট কর ?আমি একটু সময় নিয়ে জবাব দিলাম ভাইয়া আসলে আমি ও আপনাদের মত বাঙালিদের পছন্দ করি আমাদের ভাষা মহান আল্লাহর হুকুমে একই ভাষা তবে সীমান্তে যখন আমার ভাইয়ের লাশ দেখি বোনের লাশ দেখি আমি কষ্ট পাই। যখন ভুখন্ড নিয়ে ভারত চক্রান্ত করে তখন আমি আগত পাই।
উনি নিরব হয়ে গেলেন আর একটু পর বললেন তবে তুমি ভারত সরকারের বিরুদ্ধে কথা বলবে আমাদের জড়িয়ে কেন বলতে হবে ?আমি বলেছি ভাইয়া আমি কিন্তু ভারত লিখি এজন্য যে আপনাদের দেশের নাম ভারত আর দেশ ভিত্তিক বিষয় নিয়ে পোস্ট দেই তাই কিন্তু আমি আপনাদের যারা পৃথিবীকে ভালোবাসে আমি ও তাদের ভালোবাসি। যাদের ভেতর মানবতা আছে তারা আমাদের বন্ধু সে যে দেশের হতে পারে।
বিষয়: বিবিধ
১৪৯২ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঠিক বলেছেন ভাই,
আসলে ভারত অনেক লোভ দেখাইয়াও এদের দালাল বানাইতে পারে নাই তো তাই,
তবে ভারতের পূর্ণ সফলতা ,
কারন তারা জঙ্গিবাদী-- আওয়ামীলীগকে ভারতের ১ নং দালাল বানাইছে,
মন্তব্য করতে লগইন করুন