কলকাতার একজন বাঙালি ভাই ও আমি Thinking Love Struck

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৮ এপ্রিল, ২০১৪, ০৬:৫৬:৩৫ সন্ধ্যা



আমরা প্রায়ই একই মসজিদে নামাজ আদায় করি। উনার সাথে আমার ভালো সম্পর্ক আমরা অনেক রকম কথা বার্তা বলি। একদিন উনি কথার ফাঁকে আমাকে জিজ্ঞাসা করলেন শাহীন তুমি ব্লগে এবং ফেবুতে দেখেছি ভারত এবং বাংলাদেশ বিষয়ে পোস্ট কর আমি জবাব দিলাম হ্যা করি। উনি আবার আমাকে প্রশ্ন করলেন আচ্ছা আমি এই যে তোমার সাথে কথা বলতেছি একটি শব্দ ও কি বাংলাদেশের বিপক্ষে বলতেছি ?বরং আমি তোমাকে আপন মনে করে কথা বলি কারণ আমাদের দুজনের ভাষা বাংলা। আমাদের শরীরের রং সমান অনেক ক্ষেত্রে চাহিদা সমান। আমি উনার কথা শুনে হেসে হেসে বললাম সেটা তো আমি বুঝি। এবার উনি কিছুক্ষণ আমার দিকে থাকিয়ে বলেন তাহলে কেন তুমি ডালাউ ভাবে ভারতের বিরুদ্ধে ব্লগে বিশেষ করে ফেবুতে পোস্ট কর ?আমি একটু সময় নিয়ে জবাব দিলাম ভাইয়া আসলে আমি ও আপনাদের মত বাঙালিদের পছন্দ করি আমাদের ভাষা মহান আল্লাহর হুকুমে একই ভাষা তবে সীমান্তে যখন আমার ভাইয়ের লাশ দেখি বোনের লাশ দেখি আমি কষ্ট পাই। যখন ভুখন্ড নিয়ে ভারত চক্রান্ত করে তখন আমি আগত পাই।

উনি নিরব হয়ে গেলেন আর একটু পর বললেন তবে তুমি ভারত সরকারের বিরুদ্ধে কথা বলবে আমাদের জড়িয়ে কেন বলতে হবে ?আমি বলেছি ভাইয়া আমি কিন্তু ভারত লিখি এজন্য যে আপনাদের দেশের নাম ভারত আর দেশ ভিত্তিক বিষয় নিয়ে পোস্ট দেই তাই কিন্তু আমি আপনাদের যারা পৃথিবীকে ভালোবাসে আমি ও তাদের ভালোবাসি। যাদের ভেতর মানবতা আছে তারা আমাদের বন্ধু সে যে দেশের হতে পারে।

বিষয়: বিবিধ

১৪৯২ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214508
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
শিশির ভেজা ভোর লিখেছেন : আসলে ভারত বিরোধীতা করা কারো কারো পান্তা ভাতের মত হয়েছে। পান থেকে চুন খসলেই বিরোধীতা করতে হবে।
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১০
162789
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : পান থেকে চুন নয় ভুখন্ড নিতে চাইলে সমান্তে হত্যা করলে জবাব দিতে হয় সাধ্যমত
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১১
162791
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
ঠিক বলেছেন ভাই,

আসলে ভারত অনেক লোভ দেখাইয়াও এদের দালাল বানাইতে পারে নাই তো তাই,

তবে ভারতের পূর্ণ সফলতা ,
কারন তারা জঙ্গিবাদী-- আওয়ামীলীগকে ভারতের ১ নং দালাল বানাইছে,
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
162793
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সহমত
214510
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
শেখের পোলা লিখেছেন : আমার আপনার প্রতি একটি অনুরোধ রইল, আপনার ঐ ভারতীয় সাথীকে হঠাত একদিন জিজ্ঞেস করবেন, আপনি কি বাঙ্গালী? তার উত্তরটা খেয়াল করবেন ও আমাকে বলবেন৷
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
162794
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ওকে ,তবে এটা ও ঠিক মনোবোতর পক্ষে লোক তাদের পছন্দ করি
214512
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
নীল জোছনা লিখেছেন : ভারত আমাদের বন্ধু রাষ্ট্র কাজেই নিজের সর্বস্ব বিকিয়ে দিয়ে হলেও বন্ধুত্ব রক্ষা করা আমাদের দায়িত্ব। হাদিসে আছে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে।
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
162797
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এ জন্য বলি ভুখন্ড নিতে বলে বাল কথা বলে না কেন ?
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
162800
শেখের পোলা লিখেছেন : আপনার নিজস্ব যা আছে দিতে পারেন, আমারটা নয়৷
214519
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২২
ইমরান ভাই লিখেছেন : ভারত যখন বাংলার জমিনচায় হেতে তখন কথা কয়না ক‍্যারে???
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
162799
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : উনি একজন প্রবাসী,,তবে তাই বলে আমরা উনাকে ঘৃনা করতে পারিনা উনি সেটা বলেছেন
214523
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
আহমদ মুসা লিখেছেন : সুন্দর যুক্তি দিয়ে বুঝিযে দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে।
২৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৮
162817
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমরা বন্ধুত্ব চাই আমার ভাইয়ের লাশ নয়
214530
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৮
162818
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ Good Luck
214562
২৮ এপ্রিল ২০১৪ রাত ০৯:১৫
বৃত্তের বাইরে লিখেছেন : আমরা পরনিন্দা,পরচর্চায় সময় দেই বেশী, কাজ করি কম।
২৮ এপ্রিল ২০১৪ রাত ০৯:২৩
162846
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,ঠিক Good Luck Good Luck
214606
২৮ এপ্রিল ২০১৪ রাত ১১:০৬
প্যারিস থেকে আমি লিখেছেন : হুম।
২৯ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৪
162900
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Good Luck
214626
২৯ এপ্রিল ২০১৪ রাত ১২:৩০
আবু জারীর লিখেছেন : ভারতের আমার সহকর্মীরা সবাই আবাঙালী এবং তাদের সকলের সাথেই সুসম্পর্ক। তারা যদি জানত আমরা কেন ভারতের বিরোধিতা করতে বাধ্য হই তাহলে মনেহয় তারাও ভারতের ছোটলোকির কথা ভেবে লজ্জিত হত।
২৯ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৫
162901
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার মূল্যবান মন্তব্য এটাই প্রমান করে আমরা কারো সাথে দুশমনি চাই না তবে পাশাপাশি দাদাগিরি মানতে পারিনা
১০
214886
২৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২২
আমি মুসাফির লিখেছেন : সেদিন এক ভারথীয় নাগরিকের সাথে বেশ কথা কাটাকাটি হবার পর বল্লাম ভারত দেশ হিসাবে বড় হলেও ভারতীয় নাগরিকদের মন অত্যন্ত ছোট কোন কিছু বড় করে দেখতে পারে না। তখন সে আর কথা না বলে চুপ হয়ে গেল । এরা এত ছোট মানসিকতা সম্পন্ন যে ভাবতে কষ্ট হয় ।
২৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৭
163148
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সবাই এক নয়
১১
215051
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:২৬
আফরা লিখেছেন : সব জায়গায় ই ভাল মানুষ আছে ।
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:২৮
163249
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন ,,অনেক ধন্যবাদ
১২
215213
৩০ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০৭
কেলিফোরনিয়া লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৬
163713
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck
১৩
215489
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৯
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আমিও একই সমস্যা পেস করি। কারন ফেবুতে আমার অনেক ইন্ডিয়ান বাঙ্গালী ফ্রেন্ড আছে।
৩০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০২
163764
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : উনাদের কে আমার এই লিখাটি শেয়ার করে দেবেন
১৪
221267
১৪ মে ২০১৪ সকাল ০৫:৪০
আবু বকর সিদ্দিক লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ Rose Rose Rose
১৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
168966
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার মন্তব্যে আমি তৃপ্তি পেয়েছি ভাইয়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File