ইতিহাসের পাতা- অতীত, বর্তমান ও ভবিষ্যত
লিখেছেন লিখেছেন আবু সাইফ ২৮ এপ্রিল, ২০১৪, ০৬:৫৫:১৯ সন্ধ্যা
ইতিহাসের পাতা- অতীত, বর্তমান ও ভবিষ্যত
গত কয়েকদিন ধরেই বাংলাদেশ ও পার্শ্ববর্তী দেশের রাজনীতির খবরগুলো কেমন যেন একঘেঁয়ে লাগছে!
এটা কি আমার সমস্যা, নাকি আসলেই তেমন- বুঝে উঠতে পারছিনা!
মনে হয় যেন বিগত শতাব্দীর ইতিহাস পড়ছি....
> জামায়াত-শিবির প্রসংগ
> জামায়াত-শিবির নিধন উতসবে "সুশীল"দের নীরবতা
> কানা-কলামিস্টদের কোরাস
> জামায়াত ও পুলিশলীগ / যৌথলীগ / সরকার
> জামায়াত ও বিএনপি / ১৮-১৯দনীয় জোট
> জামায়াত ও আওয়ামীলীগ / সরকার
> জামায়াত ও হেফাজত
> জামায়াত ও ইসলামী আন্দোলন / অন্যান্য দল
> ইতিহাসের পাতায় মুসলিমলীগ
> বিএনপি-র ভবিষ্যত
> তিস্তা-মার্চে বিএনপি-র লংকাকান্ড
> জল-থৈ-থৈ তিস্তা নাটক
> বিএনপি নেতৃবৃন্দের মহাশূণ্যে হাতি-গন্ডার শিকার
> মির্জা ফখরুল ও আলালের ঘরের দুলাল
> নরেন্দ্রমোদীর হুংকার
> কার-যেন-স্বামীর পরগৃহ দাবী
> হিন্দু-মুসলিম দাংগার সরকারীকরণ ও আন্তর্জাতিকীকরণ
> বার্মায় মুসলিম গণহত্যা ও নো-বেলওয়ালীর নীরবতা
> অমুক তমুক আরো অনেকের হুংকার-ঝংকার
ইত্যাদি ইত্যাদি
ভাবছি-
ভাবছি-
ভাবছি-
এর মধ্যেই এসে গেল মিশরে ৬৮২ জনের ফাঁসির রায়-
ইতিপূর্বে হয়েছিল ৫২৯ জনের ফাঁসির রায়
বিশ্বরেকর্ড বটে!!
এ রেকর্ডটি ভাংগার জন্য বাংলাদেশে সরকারী উদ্যোগে
এবারে কি ঢাকার আদালতপাড়ায় বিশেষ আয়োজন হবে না??
আমাদের এতোকিছু থাকতে এ রাকর্ডটি আনচ্যালেঞ্জড ছেড়ে দেয়া কি ঠিক হবে??
আমাদের তো আসামীর অভাব নেই- একেক মামলায় হাজার হাজার আসামী
অভাব নেই মামলারও- ফাঁসির রায় দেয়ার উপযোগী কত শত হাজার মামলা
আর আমাদের বিচারকরাই বা কম কিসে??
সুতরাং.......
বিষয়: বিবিধ
১২০২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহ..
মিশর রায় দিল ১২১১ জনের ফাঁসি
আর বাংলাদেশ এখনো শতাংশে
আপনি একটু দেখুন না কিছু করা যায় কিনা!!
রেকর্ডে দেশের নাম উঠলে ভালো ই লাগে
ডক্টর ইকবালের এ উক্তিটি আমার কাছে কেমন যেন বার বার মনে পড়ে।
কিন্তু জামালউদ্দীন আফগানীর সেই ঐতিহাসিক মন্তব্যটিও যথার্থ-
"মুসলমানেরা একটিমাত্র বিষয়ে একমত যে,
তারা কখনো একমত(ঐক্যবদ্ধ) হবেনা"
{অ.ট. আপনি বারবার প্রোপিক বদলাচ্ছেন মনে হয়!!}
ব্লগে পুঁথিপাঠের আসর বসালে কেমন হয়!:
মন্তব্য ও প্রতিমন্তব্য পুঁথির ছকে/সুরেই দেয়ার শর্ত করা হোক
মহান রবের নিদর্শণ -
চূড়ান্ত সফলতা মুমিনের উত্তরাধিকার
জাযাকাল্লাহ..
মন্তব্য করতে লগইন করুন