কাঁদো মানুষ কাঁদো

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ২৯ মার্চ, ২০১৪, ০১:৩৮:৫৭ রাত



পৃথিবীতে কান্নার মত সুখের বিষয় আর দ্বিতীয়টি আছে বলে আমার জানা নেই। চাইলেই চোখে দু’ফোটা অশ্রু আনতে পারবেন না আপনি। এতে এত সুখ যা অমূল্য দুষ্প্রাপ্য, সারা দুনিয়াটাকে বিনিময় করলেও পারবেন না । এ মহান আল্লাহর এক আশ্চর্য দান। মানুষ যখন অনেক বেশি কষ্ট পায় তখনই তার বুক হালকা করার জন্য তিনি বেদনার্তের বুকের পাষাণ গলিয়ে চোখে দু’টি নহর বইয়ে দেন। মানুষ যখন নিষ্পাপ থাকে তখনও সে চাইলেই চোখে পানি আনতে পারে, কারণ তার মনে কোন প্রকার শঠতা থাকেনা। আমাদের চোখে পানি আসেনা এজন্যই আজ দিনে দুপুরে আমরা মানুষ খুন করি, পরের মাথার ঘাম পায়ে ফেলা উপার্জন কেড়ে নিই যন্ত্র ঠেকিয়ে। অসহায় ভুখা, পীড়িতের আর্তচিৎকার আজ আমাদের কাছে স্বাভাবিক মনে হয়, তাই আমরা বলি ৪০০০ কোটি টাকা কিছুই না, কারো বেডরুমের নিরাপত্তা দিতে পারবনা, যেখানেই বিশেষ গোষ্ঠির লোক দেখবে সেখানেই গুলি। আজ আমরা নরপশু।

হে আল্লাহ তুমি আমাদের অন্তরকে কোমল করে দাও ! সবাইকে কাঁদার তাওফিক দাও

বিষয়: বিবিধ

৮৮৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

199444
২৯ মার্চ ২০১৪ রাত ০২:০৮
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : কি বুঝাতে চান স্পষ্ট করুন
199460
২৯ মার্চ ২০১৪ রাত ০২:৫৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
199514
২৯ মার্চ ২০১৪ সকাল ০৫:৩৫
সাদিয়া মুকিম লিখেছেন : এই শিশুদের দেখলে কার চোখে পানি না এসে থাকতে পারে? আসলেই আমরা আল্লাহ'র বড় অকৃতজ্ঞ বান্দা!নিয়ামতের সাগরে ভেসেও শুকরিয়া করি না! আল্লাহ আমাদের অসহায়ের আর্তনাদে এগিয়ে আসার তোওফিক দিন। আমিন!
199858
২৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
নীল জোছনা লিখেছেন : হে আল্লাহ তুমি আমাদের অন্তরকে কোমল করে দাও ! সবাইকে কাঁদার তাওফিক দাও

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File