কাঁদো মানুষ কাঁদো
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ২৯ মার্চ, ২০১৪, ০১:৩৮:৫৭ রাত

পৃথিবীতে কান্নার মত সুখের বিষয় আর দ্বিতীয়টি আছে বলে আমার জানা নেই। চাইলেই চোখে দু’ফোটা অশ্রু আনতে পারবেন না আপনি। এতে এত সুখ যা অমূল্য দুষ্প্রাপ্য, সারা দুনিয়াটাকে বিনিময় করলেও পারবেন না । এ মহান আল্লাহর এক আশ্চর্য দান। মানুষ যখন অনেক বেশি কষ্ট পায় তখনই তার বুক হালকা করার জন্য তিনি বেদনার্তের বুকের পাষাণ গলিয়ে চোখে দু’টি নহর বইয়ে দেন। মানুষ যখন নিষ্পাপ থাকে তখনও সে চাইলেই চোখে পানি আনতে পারে, কারণ তার মনে কোন প্রকার শঠতা থাকেনা। আমাদের চোখে পানি আসেনা এজন্যই আজ দিনে দুপুরে আমরা মানুষ খুন করি, পরের মাথার ঘাম পায়ে ফেলা উপার্জন কেড়ে নিই যন্ত্র ঠেকিয়ে। অসহায় ভুখা, পীড়িতের আর্তচিৎকার আজ আমাদের কাছে স্বাভাবিক মনে হয়, তাই আমরা বলি ৪০০০ কোটি টাকা কিছুই না, কারো বেডরুমের নিরাপত্তা দিতে পারবনা, যেখানেই বিশেষ গোষ্ঠির লোক দেখবে সেখানেই গুলি। আজ আমরা নরপশু।
হে আল্লাহ তুমি আমাদের অন্তরকে কোমল করে দাও ! সবাইকে কাঁদার তাওফিক দাও
বিষয়: বিবিধ
৯৪৪ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন