কেন লাগেনাভাল ধর্ম তোমার, মুসলিম রীতিনীতি....

লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ২৯ মার্চ, ২০১৪, ১২:৫৫:০৪ রাত

আমি দেখেনি কোন হিন্দু মেয়েকে,

কুরআন তিলাওয়াতে মশগুল,

দেখেছি অনেক মুসলিম মেয়েকে,

পুজায় গিয়ে দিতে ফুল!

আমি দেখিনি কোন হিন্দু যুবককে,

নামাযে যেতে মসজিদে,

দেখেছি অনেক মুসলিম যুবককে,

পুজা দিতে যায় মন্দিরে!!

আমি দেখিনি কোন হিন্দু রমনির,

সাঁখা সিদুর আলতা ছেড়ে,

কতিপয় মুসলিম রমনির মত,

হিজাব কিবা বোরখা পরে!!!

কি হল মুসলিম কেনইবা তোমাদের,

ভিন্ন ধর্ম প্রীতি,

কেন লাগেনাভাল ধর্ম তোমার,

মুসলিম রীতিনীতি!

বিষয়: বিবিধ

১১৩১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

199438
২৯ মার্চ ২০১৪ রাত ০১:৪৫
মুক্তির মিছিল লিখেছেন : ভালো লাগলো
199590
২৯ মার্চ ২০১৪ সকাল ১০:৩৬
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ভালো লাগলো
199859
২৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
নীল জোছনা লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন
255045
১৭ আগস্ট ২০১৪ রাত ০১:৪২
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : যাককাস, জাযাকাললাহ খাইর..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File