সেই রাত গুলি

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ০৮ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:১৪:১৯ সকাল



রাতের পৃথিবী কত সুন্দর হয় তা যদি তুমি জানতে;

রাতের আকাশ তারাভরা, যেন তোমার নকশী করা শাড়ীর আঁচলে

ফুল ছড়িয়েছ,

ঝি ঝি পোকার ডাকশুনে মনটা উদাস হয়ে যেত

ঘরের দরজা খুলে বেরিয়ে যেতাম চুপিচুপি অভিসারে,

রাতের সাথে প্রেম জমত বেশ;

দরজার ক্যাচক্যাচানিতে মায়ের ঘুম ভেঙ্গে যেত প্রায়ই

মা বকতেন,

একাকী কপোতাক্ষের তীরে শুকনো ঘাসের উপরে পা ছড়িয়ে বসে

দেখতাম নদীর বয়ে চলা স্রোতের মাঝে চাঁদের আলোয় জ্বলজ্বল করা ঢেউ।

যখন শীতের শেষে বসন্তের আগমনী হাওয়া বইত,

শরীর ও মনের মাঝে কিসের এক অজানা অস্থিরতা

নদীতে টুপটাপ শব্দে দাড় বেয়ে দু’ একটি নৌকা বয়ে যেত,

কল্পনায় ভেসে উঠত এক জলপরী

শুক্লপক্ষের শেষের রাতগুলি

এত সুন্দর হয়

শেষ প্রহরে দু’চোখের পাতা এক করা অসম্ভব হয়ে যেত

টিমটিম করে জ্বলা লালচে চাঁদের আলোতে পৃথিবী

এক অসম্ভব সুন্দর মায়াপুরীতে পরিণত হত।

কখনো নায়ে চড়ে ঘুরতাম কপোতাক্ষের বুকে,

পৃথিবীর এত রূপ এত সুধা দেখবে কি?

বিষয়: বিবিধ

৯০৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

174519
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৮
সজল আহমেদ লিখেছেন : ভাল লাগল!
174580
০৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৮

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File