০০০০০০০০০০কিয়ামতের আলামত০০০০০০০০০০

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৮ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:০০:০২ দুপুর



নবী করীম (ছাঃ) বলেন, দশটি নিদর্শন না আসা পর্যন্ত ক্বিয়ামত সংঘটিত হবে না।

আর তা হচ্ছে-

১. ধোঁয়া, যা পূর্ব হ’তে পশ্চিম প্রান্ত পর্যন্ত এক নাগাড়ে চল্লিশ দিন

বিস্তৃত থাকবে।

২. দাজ্জাল বের হবে।

৩. চতুষ্পদ জন্তু বের হবে।

৪. পশ্চিমাকাশ হ’তে সূর্য উদিত হবে।

৫. ঈসা ইবনু মারিয়াম আকাশ হ’তে অবতরণ করবেন।

৬. ইয়া‘জূজ মা‘জূজ বের হবে।

৭. পূর্বাঞ্চলে ভূমিধস হবে।

৮. পশ্চিমাঞ্চলে ভূমিধস হবে।

৯. আরব উপদ্বীপে ভূমিধস হবে।

১০. সবশেষে ইয়ামান হ’তে এমন এক আগুন বের হবে যা মানুষকে তাড়িয়ে একটি সমবেত

হওয়ার স্থানে নিয়ে যাবে। অপর এক বর্ণনায় আছে, আদন (এডেন)-এর অভ্যন্তর হ’তে

আগুন বের হবে। যা মানুষকে সমবেত হওয়ার স্থানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে।

অপর এক বর্ণনায় দশম লক্ষণ সম্পর্কে বলা হয়েছে, এমন বাতাস প্রবাহিত হবে, যে

বাতাস কাফেরদেররে নিক্ষেপ করবে।(২) আর বিশেষ করে ক্বিয়ামত তখনই সংঘটিত হবে

যখন যমীনে ‘আল্লাহ, আল্লাহ বলার কোন মানুষ থাকবে না’।(৩) যখন মানুষ আল্লাহ

তা‘আলাকে স্মরণ করবে না, তাঁর দাসত্ব করবে না তখনই ক্বিয়ামত সংঘটিত হবে।

কারণ আল্লাহর যিকির ও ইবাদত হচ্ছে দুনিয়ার স্থায়ীত্বের প্রমাণ। আল্লাহ

তা‘আলা দুনিয়ার মধ্য থেকে নেক আমলকারী ব্যক্তি ও সৎ, ঈমানদার ব্যক্তিদের

উঠিয়ে নিবেন এবং খারাপ ও নিকৃষ্ট মানুষের উপর ক্বিয়ামত সংঘটিত করবেন।(4)

২. মুসলিম, বঙ্গানুবাদ মিশকাত হা/৬২৩০।

৩. মুসলিম, মিশকাত হা/৫২৮২।

৪. মুসলিম, মিশকাত হা/৬২৮৩।

বিষয়: বিবিধ

১১৬৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

174581
০৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৯
মোহাম্মদ লোকমান লিখেছেন : ধন্যবাদ।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৬
127835
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনাকে ও.।.।.।।।
174654
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১১
127958
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনাকে ও মোবারকবাদ
174791
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৪৮
সবুজেরসিড়ি লিখেছেন : আরে ভাই কিয়ামত নিয়ে চিন্তা করে লাভ আছে আমার মৃত্যুর দিনই হল আমার জন্য কিয়ামত . . .
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৫৮
128120
সত্য নির্বাক কেন লিখেছেন : হাছা কথা....।
177848
১৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৬
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো... Rolling Eyes Good Luck
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১০
131896
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনার মন্তব্য দেখে আমার ও ভাল লাগে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File