বেকিং নিউজ! ডিজিটাল পাসপোর্টে 'মন্দির'-'দেবীর' জলছাপ!
লিখেছেন লিখেছেন আবু আশফাক ০৮ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:০১:৪৪ দুপুর
আমার এক ফেবু ফ্রেন্ড ইনবক্সে একটি নিউজ পাঠিয়েছেন। খবরটির গুরুত্ব অনুধাবন করে ব্লগার বন্ধুদের কাছে আরো বিস্তারিত জানতে নিম্নে খবরটি হুবহু পোস্ট করছি। যদি এটি সঠিক হয়ে থাকে তাহলে কী ভয়াবহ অবস্থায় পড়েছি বলে মনে করেন; সে সম্পর্কে মতামত আশা করছি।
ইনবক্সে পাঠানো উল্লেখিত ডিজিটাল পাসপোর্টের ভিতরের পেজের ছবি
সৌদি আরব থেকে যে সব পাসপোর্ট ডিজিটাল করতে দেওয়া হয়েছে, সেই পাসপোর্ট এর মধ্যে মন্দির , মানুষ এবং পশুর ছবি দিয়ে জল চাপ দেওয়ার কারনে সৌদি সরকার সেইপাসপোর্ট এ ভিসা নবায়ন করছে না, তা ফিরত দিচ্ছে। এটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বাংলাদেশ অ্যামবাসি থেকে যোগাযোগ করা হলে, তিনি বলেন নাকি বলেছেন- ভিসা না লাগালে দেশে এসে রিকশা চালাও (আমার যা খুশি আমি তাই করবো)।
এই ঘটনায় সৌদি প্রবাসীরা ভিষণভাবে ক্ষুব্ধ হয়ে হাসিনার ১৪ গুষ্ঠিকে উদ্ধার করছে। এছাড়া যে তাদের আর কোন ক্ষমতা নেই! তবে এর কারনে অনেক মানুষেরই দেশে আসা অনিশ্চিত হয়ে গেছে। আসলেই আমাদের দেশের মানুষ বড় হত ভাগা।
যদি অতি দ্রুত এর কোন সুরাহা না হয়, তা হলে অনেক প্রবাসীর ভবিষ্যৎ ই অন্ধকার। তাই আপনাদের প্রতি অনুরোধ আপনারা এই খবর টা যত দ্রুত সম্ভব শেয়ার করুন। প্রবাসী ভাইদের এই বিপদ হতে উদ্ধার এর ব্যবস্থা করুন।
Daud Ali
বিষয়: বিবিধ
১৬৯৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হায় ডি জি টা ল
মানুষ টালমাটাল।
হায় ডিজিটাল দিদি
পাসপোর্টে দেবদেবীর ছবি
করলে কাজ একি।
মন্তব্য করতে লগইন করুন