ফারুক তার পিতাকে চিনতে পারেনি; তাতে কি?

লিখেছেন লিখেছেন রায়ান মাসরুর ০৬ অক্টোবর, ২০১৩, ০৯:১৯:১৬ রাত



বাহ বাহ বাহ।

মামার কি পারবেন সাঈদী সাহেবের ছেলেরে পাশে বসায়ে এভাবে খোশগল্প করতে। টিভি স্ক্রিনেই তো দেখি যেই এডভোকেট তাজুল কথা বলা শুরু করেন, শাহরিয়ার কবির মুনতাসির আর ডকতর তুরিনের চেদারা কালা হইয়া যায়।

মিডিয়া পারেও বটে। অবশ্য নামজাদা লোকের এমন বেক্কেল দামড়া থাকলে মিডিয়ারই বা দোষ কি?

মানুষ জ্ঞান বুদ্ধি সম্পন্ন। যারা মাওলানা মওদূদীকে বুঝেন তারা মওদূদীর পূজা করেন না। বরং এটাই বুঝতে শিখেন যে পৃথিবীতে ক্ষণিকের দা’য়ী মানুষের দায়িত্ব অনেক।

খুবই আফসোসের বিষয় মাওলানার এই ছেলেটি তার পিতার আন্দোলনের পথ থেকে বিচ্যুত। তাতে জনগনের বিভ্রান্ত হওয়ার কোন সুযোগ নাই। মিছিল থেকে যে ছিটকে পড়বে সেই মিছিলের স্বাদ হারাবে।

মাওলানা আবুল আলা মওদুদীর পুত্র সাইয়্যেদ হায়দার ফারুক মওদুদী কোন কালে মানবজাতির জন্য কোন ভূমিকা রাখতে পারেনি। তাই তার বক্তব্যে হতাশার কিছুই নাই।

বাতিলের সাথে মিলে যারা ইসলামী আন্দোলনকে কুৎসিত ভাষায় সমালোচনা করে তারা আর যাই হোক পিতার সুপুত্র হতে পারেনি।

যতটুকু জেনেছি, যুবক বয়স থেকেই লোকটি পরিবার থেকে দূরে ছিল। তার পিতাও তার প্রতি ছিল অসন্তুষ্ট। যদি সে তার পিতাকে শ্রদ্ধা করতো তবে ভ্যামরার মত পেদানোর জন্য দেশের পরজীবিমার্কা দুলালদের সাথে আসর বসাতো না। খারাপ খারাপই। ভালো মানুষওতো টয়লেট করে। তো আর সমস্যা কি?

বিষয়: রাজনীতি

১৩৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File