দোকানির গায়ে গরম পানি দিল যুবলীগ (কুত্তা লীগ) নেতা

লিখেছেন লিখেছেন বুঝিনা ০৬ অক্টোবর, ২০১৩, ০৯:২৪:৫৭ রাত

চাঁদা না দেয়ায় চায়ের দোকানির গায়ে গরম পানি দিল যুবলীগের এক নেতা। শুধু সেখানেই থেমে নেই, পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠানো হয়েছে ওই দোকানিকে।

রবিবার বিকালে রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জাহাঙ্গীর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।

আহত জাহাঙ্গীর ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালু নামের স্থানীয় এক যুবলীগ নেতা দোকানে এসে চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় আমাকে মারধোর করে। এক পর্যায়ে চায়ের গরম পানি আমার গায়ে ঢেলে দেয় য্বুলীগের ওই নেতা।

ফুটপাত ব্যবসায়ীরা তারা অভিযোগ করেন, কালু সব দোকানদারের কাছ থেকে প্রতিদিন দেড়শ টাকা চাঁদা নেয়। কেউ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে হুমকি ধামকি দেয়। ভয়ে কেউ কিছু বলতে পারে না। সরকারি জায়গায় দোকানদারি করলেও কালুকে প্রতিদিন চাঁদা দিতে হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি আমি শুনেছি। তদন্ত করে দ্রুত দোষীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

http://www.bdtomorrow.net/newsdetail/detail/200/49292

বিষয়: বিবিধ

১৪৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File