কোথায় সেই মানবতা?
লিখেছেন লিখেছেন আরিয়ান খান ০৩ মে, ২০১৩, ০৭:৫৫:০৮ সকাল
বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের এক বছর পেরিয়ে গেছে। এই দীর্ঘ সময়েও
তার হদিস পায়নি র্যাব-পুলিশ। প্রধানমন্ত্রীর আশ্বাসেও
স্বজনরা ফিরে পাননি ইলিয়াস আলীকে।
গত বছরের ১৭ এপ্রিল মহাখালী থেকে নিখোঁজ হন বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী। মধ্যরাতে ওই স্থান থেকে ইলিয়াস আলীর গাড়িটি উদ্ধার করে পুলিশ। নিখোঁজের প্রথমদিকে তাকে উদ্ধারে র্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা, সিলেট
ও গাজীপুরসহ বিভিন্ন স্থানে নিষ্ফল অভিযান চালায়। স্বামীকে ফেরত পেতে তাহসিনার রুশদীর লুনা সন্তানসহ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাও করেছিলেন। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিয়াস আলীর
স্ত্রী-সন্তানদের উদ্দেশে বলেছিলেন, `স্বজন হারানোর বেদনা আমি বুঝি। রাজনীতির চেয়ে মানবতা উর্ধ্বে` উল্লেখ করে ইলিয়াস আলীকে খুঁজে বের করার আশ্বাস দিয়েছিলেন তিনি। আজ সেই মানবিক দৃষ্টিকোন থেকেই লিখতে বসলাম।
সেদিন প্রধানমন্ত্রীর সেই কথায় ইলিয়াস আলীর স্ত্রী-সন্তানসহ অন্যান্য স্বজনরা যেমন তাকে ফিরে পাবার আশায় বুক বেঁধেছিলো ,তেমনি দেশের সাধারণ মানুষও ভেবেছিল ইলিয়াস হয়তো এবার উদ্ধার হবে। আর ভাববারইতো কথা,কত সুন্দর কথা বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী,আহা! বুকটা ভরে ওঠে। কিন্তু গত এক বছরেও ইলিয়াস আলীকে উদ্ধারে কোন অগ্রগতি আমরা দেখলাম না। তাহলে প্রধানমন্ত্রীর কথার প্রতিফলন হল কই?
স্বামী বা স্বজনের মৃত্যু হলে মানুষ অনেক কষ্ট পায় ঠিকই,কিন্তু ধীরে ধীরে এক সময় তাকে ভুলে যায়। প্রতীক্ষার প্রহর যে তার চাইতেও বেশি কষ্টের। আর এ কারনেই যে কোন কিছুর বিনিময়ে তাকে ফিরে পেতে চায় তার পরিবার। দীর্ঘ ১ বছর পর আজ মাননীয় প্রধানমন্ত্রীর সেই আশ্বাসের কথা মনে পরে গেল। সেইসাথে মনের ভিতর কিছু প্রশ্নও জাগল... এত দিনেও যখন তাকে ফিরে পাওয়া গেল না,তবে কি বিএনপির অভিযোগই সত্যি? তাকে কি সরকারের লোকেরাই গুম করেছে? মাননীয় প্রধানমন্ত্রীর সেদিনের সেই আশ্বাস কি তবে শুধুই লোক দেখানো? যদি তা না হয়ে থাকে,তবে মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছিলেন, `স্বজন হারানোর বেদনা আমি বুঝি। রাজনীতির চেয়ে মানবতা উর্ধ্বে`, আজ কোথায় সেই মানবতা...?
বিষয়: বিবিধ
১৬৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন