সহীহ এরশাদনামা

লিখেছেন লিখেছেন আরিয়ান খান ১৯ নভেম্বর, ২০১৩, ০৭:০৬:১৯ সন্ধ্যা

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ গতকাল বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে নির্বাচনকালীন সরকারে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বিএনপিকেও নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে যোগ দেয়া ও নির্বাচনে আসার জন্য সরকারের সাথে আলোচনায় যাওয়ার আহ্বান জানান।তার এ সিদ্ধান্তে রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। কেউ কেউ এটাকে ’৮৬ সালের প্রতিদান হিসেবেই মনে করছেন। এরশাদ সম্প্রতি বলে আসছিলেন সব দল নির্বাচনে না এলে জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নেবে না। এমনকি বিএনপি না এলে তিনিও নির্বাচনে যাবেন না। তিনি এও বলেছিলেন, সব দল বা বিএনপিবিহীননির্বাচনে অংশগ্রহণ করলে তিনি জাতীয় বেঈমানে পরিণত হবেন। মানুষ তাকে থু থু দেবে। শেষ বয়সে বেঈমান হয়ে তিনি মরতে চান না। অথচ শেষ পর্যন্ত সেই পথেই হাঁটলেন তিনি।তিনি এ পথে আগালেন কেন? এটা কি’৮৬ সালের প্রতিদান দিলেন? সবার প্রশ্ন- আসলে এমন কী ঘটনা ঘটল যে, এরশাদ কয়েক দিনের মাথায় তার সব আগের বক্তব্য থেকে পিছু হটলেন। এসব প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে।এরশাদ গত ১৭ নভেম্বর দলের এক অনুষ্ঠানে বলেছেন, তিনি এখন উভয়সঙ্কটে আছেন।১২ নভেম্বর বলেছেন, সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে গেলে মানুষ তাকে থু থু দেবে। ওই দিন সর্বদলীয় সরকারে যোগদানের প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছেন। তিনি গত ২৩ অক্টোবর ছোট ভাই জিএম কাদেরকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন। আগের দিন সংবাদ সম্মেলন করে তিনি বলেছিলেন, বিএনপিসহ সব দল না এলে ওই নির্বাচনে জাপাও যাবে না। তার আগের দিনও তিনি একই কথা বলেছেন।১৪ অক্টোবর বলেছেন, আওয়ামী লীগ আবারো বাকশাল কায়েমের চেষ্টা করছে।২৭ সেপ্টেম্বর বলেছেন, আওয়ামী লীগ গণধিকৃত দল। আগামী নির্বাচনে ৬০টি আসনও পাবে না।২৫ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেছেন, দালাল হওয়ার নির্বাচনে অংশ নেবো না। ধ্বংস হয়ে যাবো, তবু দালাল হবো না। দালাল হয়ে মরতে চাই না।সংবিধান সংশোধন প্রসঙ্গে ২২ সেপ্টেম্বর সরকারের সমালোচনা করে বলেছিলেন, কারসাজি করে সংবিধান সংশোধন করা হয়েছে। আগের দিন যুদ্ধাপরাধ মামলায় কাদের মোল্লার রায় ঘোষণার পর সংসদে আইন সংশোধন করে সরকার। এ বিষয়ে তিনি বলেছেন, রায়ের পর আইন পরিবর্তনের নজির পৃথিবীর কোথাও নেই।১৭ সেপ্টেম্বর সিলেটের একদলীয় সমাবেশে এরশাদ বলেছিলেন, বিএনপি নির্বাচনে না গেলে সে নির্বাচনে জাতীয় পার্টিও যাবে না।মহাজোট প্রসঙ্গে তিনি বলেন, এখননামমাত্র মহাজোটে আছি। যারা নাস্তিক তৈরি করেছে- তাদের সাথেআর কোনো নির্বাচন নয়। আমি নাস্তিকের পক্ষে নেই। আমি ইসলামের পক্ষে আছি।২৫ আগস্ট বর্তমান নির্বাচন কমিশনকে বিতর্কিত আখ্যায়িত করেতিনি বলেছেন, এই বিতর্কিত ইসির অধীনে কোনো নির্বাচন করতে চাই না।মহাজোট ও জোট প্রসঙ্গে ২২ আগস্টতিনি বলেছেন, জাপা কারো ডাকেই সাড়া দেবে না।১২ আগস্ট বলেছেন, আওয়ামী লীগের পাশে কেউ নেই।১০ আগস্ট জাপা সমর্থিত এক গবেষণা জরিপের উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, দেশের শতকরা ৮৩ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় এবং ৮৪ ভাগ মানুষ বলেছেন ঠিকভাবে চলছে না দেশ।৯ আগস্ট বলেছেন, গাজীপুরের নির্বাচন আওয়ামী লীগের জন্য ১০ নম্বর মহাবিপদ সঙ্কেত।২৮ জুন বলেছেন, মহাজোটে জাতীয় পার্টি না থাকলে সরকারের অস্তিত্বই থাকবেন।২ জুন বলেছেন, দুই নেত্রী একসাথে লড়লেও রাষ্ট্রপতি পদে আমার বিরুদ্ধে জয়ী হবে না।২৬ মে এক সমাবেশে বলেছেন, বিএনপি না এলে নির্বাচন হবে না।সংলাপের কোনো বিকল্প নেই।২ মার্চ বলেছেন, দেশ গৃহযুদ্ধেরদিকে ধাবিত হচ্ছে।এর আগে ১৭ মার্চ তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে সে দেশেরউচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে বাংলাদেশের রাজনীতির অনিশ্চয়তা নিয়ে আলোচনা করেন। তিনি তাদের বলেছেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তা দূর করতে সরকারকে একটিপ্রস্তাবনা দিয়েছি। সেখানে জাতীয় সংসদের সদস্যদের মধ্য থেকে সংশ্লিষ্ট দলের মনোনীত নির্দিষ্টসংখ্যক (১১ জনের বেশি নয়) সদস্যদের সমন্বয়ে সর্বদলীয় অন্তর্বর্তীকালীন নির্বাচিত জাতীয় সরকার গঠন করা যেতে পারে।ওই সরকারের নেতৃত্বেই সব দলের অংশগ্রহণের মাধ্যমে দেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা যেতে পারে।এরশাদ বছরের শুরুতেই ১৪ জানুয়ারি বলেছিলেন, আওয়ামী লীগ আমার প্রতি সুবিচার করেনি। আগামী নির্বাচনে আমিও সুবিচার করব না।এদিকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইটে এরশাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেছেন অনেকেই। ব্লগার মশিউর লিখেছেন, এরশাদ তাহলে নতুন বোতলে পুরাতন মদ ভরেজনগণকে খাওয়াতে চাইছেন? মহাজোট থেকে বেরিয়ে সর্বদলীয় সরকারে যোগদান করায় এমন বিশেষ কী ঘটল, যা আওয়ামী লীগ সরকার থেকে একে আলাদা বলা যায়? *উৎস: বিডি টুডে। লিঙ্ক:http://www.bdtomorrow.com/newsdetail/detail/200/55554

এখন এই লোকটার পোষ্টারে নাকি সাধারণ মানুষ থুথু ও লাথি দিচ্ছে। বিস্তারিত এইখানে- লিঙ্ক: http://www.bdtomorrow.com/newsdetail/detail/200/55559

বিষয়: রাজনীতি

১৪১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File