ঈদ মোবারক, আসুন জেনে নিই কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে:

লিখেছেন লিখেছেন আরিয়ান খান ১৬ অক্টোবর, ২০১৩, ০৬:৪৮:০৫ সকাল

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আজ সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। জাতির পিতা হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে কোরবানির প্রচলন। আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশে জাতির পিতা হযরত ইব্রাহিম (আ.) তাঁর প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। এই অনন্য ঘটনার স্মরণে কোরবানি প্রচলিত হয়।মহান আল্লাহ পাকের প্রতি আনুগত্য এবং তারই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের এক ঐতিহাসিক ঘটনার স্মরণে মুসলিম বিশ্বে ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে।

আসুন জেনে নিই কখন কোথায় ঈদের জামাতঃ

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূলে থাকলে জাতীয়মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় প্রধান জামাত হবে।বিগত বছরের মতো এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পুরুষের পাশাপাশি মহিলাদের জন্য জাতীয় ঈদগাহের দক্ষিণ দিকে আলাদা প্রবেশপথসহ পৃথক জামাতের ব্যবস্থা রাখা হয়েছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নিয়েছে বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান। সকাল ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করবেন দূর্বাতি আলেয়া মাদরাসারঅধ্যক্ষ ড. মাওলানা নজরুল ইসলামআল হারুন। সকাল ১০টায় চতুর্থ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের ভাষা শিক্ষক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া বাগদাদী।১১টায় শেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক গবেষণা বিভাগের পরিচালক মাওলানা মুহাম্মদ সিরাজুল হক।এদিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এই জামাতে জাতীয় সংসদের হুইপ, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লি অংশগ্রহণ করবেন।আহলে হাদীসের নামাজের জামাত সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস। পুরাতন ঢাকার বংশাল আহলে হাদীস বড় জামে মসজিদের খতিব মাওলানা জিল্লুল বাসেত এ জামাতে ইমামতি করবেন। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বংশাল আহলে হাদীস বড় জামেমসজিদে সকাল ৮টায় এবং ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।এছাড়া পুরান ঢাকার লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদ ও নূরানী জামে মসজিদ, হাজারীবাগ পার্ক মাঠ, আদাবরের মেহেদীবাগ জামে মসজিদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মাঠ, ধানমন্ডি ঈদগাহ ময়দান, পশ্চিম আগারগাঁওয়ের দারুল ঈমান জামে মসজিদ, সায়েদাবাদের চিশতিয়া সাইদিয়া দরবার শরিফ জামে মসজিদ,নয়াপল্টন জামে মসজিদ, উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদ, গেণ্ডারিয়া ধূপখোলার ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ, বাবে রহমত দেওয়ানবাগ শরিফ, তেজগাঁও চ্যানেল আইসংলগ্ন জামে মসজিদ, কল্যাণপুর হাউজিং এস্টেট মাঠ, পলাশী সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ভবনের সামনের মাঠ, কমলাপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্ম, পশ্চিম করাতিটোলা স্বামীবাগ জামে মসজিদ, নীলক্ষেত মরিয়ম বিবি শাহী মসজিদ, গেণ্ডারিয়া বায়তুল মা’মুর মসজিদ, মিরপুর ৬ নম্বর সেকশন কেন্দ্রীয় জামে মসজিদ, লালমাটিয়ার মসজিদ-এ-বায়তুল হারাম, বারিধারা বাইতুল আতীক কেন্দ্রীয় জামে মসজিদ, আম্বরশাহ শাহী জামে মসজিদ, সরকারি তিতুমীর কলেজ মাঠ, হাজারীবাগ পার্ক মাঠ, ফার্মগেটের বায়তুশ শরফ মসজিদ, কলাবাগান বশিরউদ্দিন রোড জামে মসজিদ, মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ, পুরান ঢাকার দক্ষিণ মুহসেন্দী বড় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আমাদের ব্যুরো অফিস ও প্রতিনিধিদের পাঠানো দেশের অন্যান্য স্থানে ঈদ জামাতের খবর :চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠ, এমএ আজিজ স্টেডিয়াম ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদে। চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে সকাল ৭টা ৪৫ মিনিটে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ ময়দানে প্রথম ও সকাল সাড়েআটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।এছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সকাল আটটায় এম এ আজিজ স্টেডিয়ামে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সকাল আটটায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদে ঈদ জামাত হবে।চট্টগ্রাম সিটি করপোরেশন জানিয়েছে, তারা নগরীর ৪১টি ওয়ার্ডে ১৪৯টি স্থানে ঈদ জামাত আয়োজন করবে। ওয়ার্ড কাউন্সিলররা প্রতিটি ওয়ার্ডের প্রধান ঈদ জামাতে উপস্থিত থাকবেন। এছাড়া লালদিঘি ময়দানে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত হবে। বাকলিয়া সিটি করপোরেশন স্টেডিয়ামে সকাল ৮টা ১৫ মিনিটে ও জালালাবাদ আরেফিন নগর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে সকাল ৮টা ১৫ মিনিটেঈদ জামাত অনুষ্ঠিত হবে।এছাড়া নগরীর যেসব স্থানে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হবে তার মধ্যে রয়েছে হযরত শেখ ফরিদ (রহ.) চশমা ঈদগাহ ময়দান, সিটি করপোরেশন সুগন্ধা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, শাহী জামে মসজিদ, কোরবানীগঞ্জ জামে মসজিদ, বলুয়ারদিঘির পূর্ব পাড়, হজরত খাজা মুফতি গরিবুল্লাহ শাহ্ (রহ.) মাজার সংলগ্ন ঈদগাহ, খোশাল শাহ্ ঈদগাহ ময়দান, ফতেয়াবাদ ঈদগাহ ময়দান, শেরশাহ কলোনি প্রধান ঈদগাহ ময়দান, বদর পীর ঈদগাহ ময়দান, হজরত সুলতান বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ মসজিদ ময়দান, বায়েজিদ বোস্তামী (রহ.) মাজার মসজিদ, বালুচড়া মসজিদ ঈদগাহ ময়দান, কুলগাঁও সিটি করপোরেশন স্কুল ও কলেজ ময়দান, পাঁচলাইশ সিটি করপোরেশন বালিকা বিদ্যালয় মাঠ, চালিতাতলী ঈদগাহ ময়দান, ওয়াজেদিয়া মাইজ্যাবিবি শাহী জামে মসজিদ ময়দান, ওয়াজেদিয়া হাই স্কুল মাঠ, সৈয়দ নগর প্রাথমিক বিদ্যালয় মাঠ, হাজীরপুল বায়তুল নুর জামে মসজিদ ঈদগাহ ময়দান, বহদ্দারহাট ওয়াপদা কলোনি ময়দান, নুরুজ্জামান নাজির বাড়ি জামে মসজিদ, বায়তুল ইকরাম জামে মসজিদ, আল আমিন বারীয়া মাদরাসা ময়দান, আজম জামেয়া উলুম প্রাথমিক বিদ্যালয় মাঠ, তৈয়বিয়া জামে মসজিদ, কাদেরিয়া জামে মসজিদ, পূর্ব ষোলশহর গাজী শাহ জামে মসজিদ ময়দান, গাজী জামে মসজিদ মাইজপাড়া, আমিন কলোনি জুটমিলস মসজিদ, জাঙ্গালপাড়া শাহী জামে মসজিদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা জামে মসজিদ, খতিবের হাটজামে মসজিদ, পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদ, বিবিরহাট ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা ময়দান, মাদানী শাহ মসজিদ, নাসিরাবাদ সরকারি স্কুল ময়দান, মোহাম্মদপুর মুরাদপুর চত্বর, মুরাদপুরস্থ বিশ্বরোড চত্বর, ভেলুয়ারদিঘি জামে মসজিদ ঈদগাহ ময়দান, পশ্চিম ফিরোজ শাহ ঈদগাহ মাঠ, ইস্পাহানি জামে মসজিদ, নেছারিয়া আলিয়া মাদরাসা ময়দান ।সিলেট : সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল করিম বিন মোশাহিদ। জামাতের পূর্বে ঈদুল আজহার তাত্পর্য তুলে ধরে বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোশতাক আহমদ খান।দরগাহে হজরত শাহজালাল (রহHappy জামেমসজিদে জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করবেন হযরত শাহজালাল (রহHappy জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আসজাদ আহমদ।আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জামায়াতে ইমামতি করবেন মাওলানাইসহাক আল মাদানী। জামাতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। জামেয়া মদীনাতুল উলুম দারুস সালাম খাসদবির মাদরাসা মাঠে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। দক্ষিণ সুরমার সিলাম চকের বাজার শাহী ঈদগাহ প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। ভার্থখলা ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মজদুদ্দীন আহমদ।বরিশাল : নগরীর প্রায় শতাধিক ঈদগাহ্ ও মসজিদের মধ্যে প্রায় অধিকাংশ স্থানে সকাল সাড়ে ৮টার মধ্যে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। নগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর বান্দরোডস্থ বরিশাল হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এছাড়া ছারছিনা, চরমোনাই, ঝালকাঠির নেছারাবাদ (কায়েদ সাহেব হুজুর), পটুয়াখালীর মির্জাগঞ্জ দরবার শরিফ ও বরিশালে গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্সে পাঁচটি বৃহত্তর জামাত হবে বলে জাতীয় ইমাম সমিতি সূত্রে জানা গেছে।বরিশালে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এছাড়া নগরীর প্রধান চারটি মসজিদে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সেগুলো হল কেন্দ্রীয় কসাই জামে মসজিদের উদ্যোগে আসমত আলী খান (একে) স্কুল মাঠে প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়, এবায়দুল্যাহ জামে মসজিদে সকাল ৮টায় ও সকাল সাড়ে ৯টায়, পুলিশ লাইনস জামে মসজিদে সকাল ৮টায় ও ৯টায় দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।এছাড়া বরিশাল বিভাগের পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ছারছিনা দরবার শরিফে বৃহত্তর ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। বরিশাল সদরউপজেলার চরমোনাই দরবার শরিফে নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, উজিরপুরের চাঙ্গুটিয়া (গুঠিয়া) বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্সে জামাত অনুষ্ঠিত হবেসকাল সাড়ে ৮টায়, ঝালকাঠি কায়েদ সাহেব হুজুরের দরবার শরিফে সকাল ৮টায় এবং পটুয়ালীখর মির্জাগঞ্জের ইয়াজ উদ্দিন খলিফা দরবার শরিফে সকাল ৮টায় ঈদের জামাত হবে।

রংপুর : রংপুর মহানগরের ৭৭টি ঈদগাহ মাঠে এবার ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে রংপুর কালেক্টরেট মাঠে। রংপুর সিটি করপোরেশন সব আয়োজন শেষ করেছে। ওই মাঠে ঈদের নামাজ আদায়করবেন সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং রংপুর সিটি করপোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।ইসলামী ফাউন্ডেশন রংপুর অফিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মহানগরীর ৩৩টি ওয়ার্ডের ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় রংপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কালেক্টরেটঈদগাহ মাঠে। এতে সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এবং রংপুর সিটি করপোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু, বিভাগীয় কমিশনার দিলোয়ার বখত, জেলা প্রশাসক ফরিদআহমেদসহ বিভিন্ন স্তরের সরকারিকর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাসহ সব স্তরের মানুষ অংশ নেবেন। এছাড়াও সকাল ৮টায় রংপুর পুলিশ লাইন্স স্কুল মাঠে, সাড়ে ৮টায় মুন্সীপাড়া ঈদগাহ ময়দান, জেলা স্কুল মাঠ, শালবন কৈলাশ রঞ্জন স্কুল মাঠ, হাজীপাড়া মাঠ, মেডিকেল কলেজ মাঠ, কামাল কাছনা ঈদগাহ ময়দান, বাহার কাছনা ময়দান, আরসিসিআই স্কুল মাঠ, কালেক্টরেট স্কুল মাঠ ও কারমাইকেল কলেজ মাঠে ঈদের বৃহত্তর জামায়াত অনুষ্ঠিত হবে।সকাল সাড়ে ৭টায় ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে জুম্মাপাড়া করিমীয়া নূরুল উলুমমাদরাসা মাঠে। সকাল সাড়ে ১০টায় রংপুর স্টেডিয়ামে সর্বশেষ ঈদেরজামাত অনুষ্ঠিত হবে বলে ইসলামী ফাউন্ডেশন রংপুর অফিস সূত্র জানায়। ইসলামী ফাউন্ডেশন রংপুরঅফিসের উপ-পরিচালক সাইদুর রহমান সাঈদ জানান, ঈদগাহগুলোতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে এসব এলাকার মসজিদগুলোতে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। *তথ্যসূত্রঃ আমারদেশ।

বিষয়: বিবিধ

১৪২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File