গঠন করা হচ্ছে 'আওয়ামী মুসলিম লীগ', প্রতীক চাওয়া হবে পালতোলা নৌকা অথবা ট্রলার!

লিখেছেন লিখেছেন আরিয়ান খান ১৩ অক্টোবর, ২০১৩, ০৫:২৩:৪২ বিকাল

বিতর্কিত 'বিএনএফ' কে নিবন্ধন দেয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। উদ্যোক্তারা দাবী করছেন এটি শহীদ জিয়ার আদর্শে গড়া দল। আবার প্রতীক হিসেবে তারা 'ধানগাছ' অথবা 'গমের শীষ' চেয়েছেন। জানিনা, নির্বাচন কমিশন হঠাৎ গজিয়ে ওঠা এ দলটির ব্যপারে কি সিদ্ধান্ত নিবেন। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি যদি এই দলটিকে নিবন্ধন দেয়া হয় আর প্রতীক হিসেবে 'ধানগাছ' অথবা 'গমের শীষ' দেয়া হয় তবে আমিও 'আওয়ামী মুসলিম লীগ' নামে বঙ্গবন্ধুর আদর্শে একটি দল প্রতিষ্ঠা করবো আর প্রতীক হিসেবে পালতোলা নৌকা অথবা ট্রলার চাইবো। একসময়ের বিলুপ্ত হয়ে যাওয়া 'বিএনএফ' যদি পুনরায় নিবন্ধন পায় তাহলে একসময়ের বিলুপ্ত হয়ে যাওয়া 'আওয়ামী মুসলিম লীগ' কেন নিবন্ধন পাবে না?

বিষয়: রাজনীতি

১৮৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File