এ কেমন প্রতিদান!
লিখেছেন লিখেছেন আরিয়ান খান ২৮ সেপ্টেম্বর, ২০১৩, ০২:৪০:০৫ দুপুর
আলোচনা শুরুর আগে দু'টি বিজ্ঞাপন দেখে আসি...
*বিজ্ঞাপন ১: এখন নতুন বিয়ে করলেই বৌয়ের সাথে ব্যবহারের উপর ভিত্তি করে প্রতি মাসে পাচ্ছেন ২০০০ টাকার পোশাক সামগ্রী, ২০০০ টাকার খাদ্য সামগ্রী ও ২০০০ প্রসাধনী একদম ফ্রি। জলদি করুন।
*বিজ্ঞাপন ২: আপনার তালাকপ্রাপ্তা বৌকে আবার ফিরিয়ে এনে প্রতি মাসে উপভোগ করুন আপনার বেতনের উপর ১০০% বোনাস। মাসের ২৫ তারিখের মধ্যে পুরো টাকা খরচ করে মাস শেষে আবার উপভোগ করুন একই বোনাস।
(বিঃদ্রঃ যারা সুখে-দুঃখে স্ত্রীর পাশে থেকে অবিরাম সংসার করে যাচ্ছেন তারা এই অফারগুলোর আওতাভুক্ত নন।)
কি? অবাক হচ্ছেন? উপরের বিজ্ঞাপনগুলো কোন বাস্তব বিজ্ঞাপন নয়। এগুলো রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। বলছিলাম মোবাইল কোম্পানিগুলোর কথা, আমরা যারা এসব কোম্পানির প্রতিষ্ঠালগ্ন থেকে নিরবিচ্ছিন্ন ভাবে তাদের পাশে আছি তারা প্রতিদান স্বরুপ এভাবেই বঞ্চিত হচ্ছি। আর যারা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অথবা নতুনকরে যারা তাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন সকল সুবিধা শুধু তাদেরই জন্য। আর আমরা যারা সুখে-দুঃখে সবসময় তাদের পাশে ছিলাম এটাই কি আমাদের অপরাধ? মোবাইল কোম্পানিগুলোর এ কেমন প্রতিদান?
বিষয়: বিবিধ
১৪২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন